আমাদের কথা খুঁজে নিন

   

সামুব্লগের বাৎসরিক আয় ৭৬ লক্ষ ৫৮ হাজার টাকা চারশত ত্রিশ টাকা মাত্র!!! (ব্যান খাইতে পারি)

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। প্রতিটা সাইটের একটা সাইট ভ্যালু থাকে। আমাদের সবার প্রিয় সামু ব্লগের সাইট ভ্যালু কত জানেন তো। কতই বা আয় করে তাও জানেন তো।

মনে হয় জানেন না!কখনই মালিকপক্ষ আমাদের জানাবে না কতই বা তাদের আয়। এই পোস্টে আমরা দেখাবো- সামু ব্লগের আয় কত?ব্যয় কত এটা জানাতে পারব না। ইহা একটি ব্যাপক(!!) অনুসন্ধানমূলক পোস্ট। এর জন্য আমরা সহায়তা নিলাম - www.websiteearningscalculator.com সাইটটির। ওদের মতে , সামুর দৈনিক আয় ২৬৯ ডলার।

যা বাংলাদেশী টাকায় ২০৯৮২ টাকা মাত্র। (৭৮ টাকা ডলার ধরে) সে হিসেবে মাসিক আয় - ৬ লক্ষ ৩০হাজার টাকা মাত্র। এবং বাৎসরিক আয় - ৭৬ লক্ষ ৫৮ হাজার চারশত ত্রিশ টাকা মাত্র। এছাড়া, এই সাইটটির মতে এর সামুর মূল্য হবে - ৯১৫০৭৮ ডলার। যা, বাংলাদেশী টাকায় - ৭ কোটি ১৩ লাখ টাকার মতো।

(এদের তথ্য অনুসারে গুগল মামুর মূল্য - ২ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো ) এই এভিড্যান্স এর লিঙ্ক - অনুসন্ধান ________________________________________________________________ আরও চমক আছে আপনাদের জন্য- এইবার একটা নতুন সাইট- "Worth of Web" = আলেক্সা রেটিং এ প্রথম ১০হাজারের মধ্যে আছে। তথ্য টা নির্ভরশীল করবার জন্য আমি সহায়তা নিলাম আলেক্সার। সাইটটির লিঙ্ক ওদের সাইটে সামুর মূল্য ধরা হয়েছে-- $ ২৬,৪৪০,০০০ ডলার। বাংলাদেশী টাকায় - ২০৬ কোটি ২৩ লক্ষ ২০ হাজার টাকা মাত্র। অনুসন্ধান লিঙ্ক - এই গবেষণা মাত্র ৪২ দিন আগে ওই সাইটটি করেছিল।

____________________________________________________________ এছাড়া এই সাইটটি অনুসারে সামুর মূল্য - ২৪ কোটি ৩ লাখ টাকা । ***আবার এই সাইটটি অনুসারে সামুর মূল্য - ৩২ লাখ টাকা। বিশেষ দ্রষ্টব্যঃ এই পর্যায়ে যারা মাথা ঘুরে পড়ে যান নাই, তাদের কে জানাই "আপনাদের নার্ভ হল দুনিয়ার সবচেয়ে স্ট্রং নার্ভ"। আর যারা মাথা ঘুরে পড়ে গেছেন তাদের জন্য সমবেদনা। তাদের শোকাহত পরিবার কে এই ২০৬ কোটি টাকা থেকে ১০ লাখ করে টাকা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

বাস্তবিকে কখনই আমার মনে হয় না- সামু এই পরিমাণ ধনী । কিন্তু ,দুঃখের বিষয় এইসব সাইটগুলি এই ধরনেরই তথ্যই দেখাচ্ছে। পুনশ্চঃএই পোস্টটি একটি রম্য পোস্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে, তথ্যগুলো বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং অবিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে। এই পোস্টের কোন মতামতই লেখকের না।

লেখক শুধু তথ্য গুলো উপস্থাপন করেছেন। এক্ষেত্রে লেখক কোন অংশেই কোনভাবে দায়ী থাকবেন না। সামুকে বলছি আমাকে ব্যান করার আগে এটা পড়ে নিবেন -সামু তুমি একটা লেজেন্ড। লেজেন্ডদের নিয়েই তো মিথ ছড়ায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে একবার মায়ের টানে দামোদর নদী ঝড়ের রাতে সাঁতার দিয়ে পাড়ি দিয়েছিলেন- সেটা ছিল পুরাই গালগপ্প।

উনার ভাই শম্ভুচরন বলেছিলেন - এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু, ঈশ্বরচন্দ্র এটা নিয়ে কোন মন্তব্যই করেননি। নিউটন জানালা থেকে আপেল পড়তে দেখেছেন,তার মাথায় পড়তে নয়। রবার্ট ব্রুস হলঘরে বসে মাকড়সা দেখেছিলেন,গুহা থেকে নয়। আমরা এগুলো জেনেও আজ এইসব গল্প করে যাই।

এটা কোন দোষের কিছু না। সেক্ষেত্রে,বুঝতেই পারছেন আপনাদের কি বলতে চাচ্ছি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।