আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সমগ্র (ভালো তো, ভালো না.....)

Nurnabi Sarkar লিখেছেন, হঠাৎ করে আজ সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোন। বাসা নিয়েছো এবার বিয়ে করো। একা একা থেকো না, বুয়ার রান্না খেতে হবে না। মা তো গ্রামে থাকে তাই বাস্তবতায় সরল বিশ্বাস। বউ বা সংসার চালানোর মতো মানসিক বা আর্থিক স্বচ্ছলতা নিয়ে তাই মায়ের মনে প্রশ্ন জাগেনি।

মা তোমার কাছে তাই আবারো ক্ষমা চাই যৌক্তিক সময় চাই। (পুনশ্চ আগের স্ট্যাটাসটির সাথে এটার কোন মিল নেই ) Melon Pathan লিখেছেন, কয়দিন আগে কারা যেন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে মরহুম ঘোষনা করেছিল। কিন্তু পরে দেখলাম তিনি দিব্যি স্যুটিং করে বেড়াচ্ছেন। আজ দেখলাম অনেকেই সঙ্গীত শিল্পী মান্না দে মশাইকে প্রয়াত ঘোষনা করলেন। পরক্ষনেই জানলাম তিনিও দিব্যি চলেফিরে ঘুরছেন।

সেদিন পত্রিকান্তরে পড়লাম তথাকথিত 'শহীদ'এর তালিকায় নাম থাকা হেফাজতের এক নেতা দিব্যি ঘুরছেন ফিরছেন। মার্ক টোয়েনের ক্ষেত্রেও বোধহয় এরকম হয়েছিল। পত্রিকায় সংবাদও ছাপা হয়েছিল। কিন্তু তখন সেও দিব্যি বেচেছিলেন। আজব ঘটনা!! কে যে কবে কাকে মরা মানুষ ঘোষনা করে বসে!!!!! হাস্যকর এবং অদ্ভুতুরে! (ব্রেকিং সাংবাদিকতার কুফল) সাংবাদিক Sheikh Mamun-এর লেখা কবিতা : আমি তাকে নিয়ে বেঁচে থাকতে চাই, যে আমার কাছ থেকে অপমান ছাড়া কিছুই পায়নি | সে আর কেউ নয়, সেটা হলে শুধুই তুমি ।

(মেধার অপূর্ব স্ফুরণ) Anik Iqbal লিখেছেন, প্রথম আলো টাইপ পত্রিকাগুলা বিনা বেতনে, স্কলারশিপে, বিনা এপ্লিকেশন ফী-তে ইউরোপ, আমেরিকা, কানাডাতে জিআরই/জিম্যাট ছাড়াই ভর্তির সুযোগ সংক্রান্ত সমস্ত ভুয়া বিজ্ঞাপন ছাপে প্রতিদিন। এসব বিজ্ঞাপন দেখে কত কত ছেলেমেয়ে তাদের বসতবাড়ি বেচে ওইসব এজেন্টদের হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হচ্ছে- তার কোনো ইয়ত্তা নেই। সরকারের শিক্ষা মন্ত্রণালয় এসব দেখেও দেখেন না। মিডিয়ারও কোনো দায়িত্বশীলতা নেই, ওদের কাছে পয়সাই সব। আমাদের দেশের মেধাবী কোমলমতি ছাত্রছাত্রীদের রক্ষা করতে তাই আমাদেরই সচেতন হতে হবে।

এসব প্রতারক চক্রের ব্যাপারে সদা সচেতন থাকুন, অন্যদেরও সতর্ক করুন। (নিজের খেয়ে বনের মোষ তাড়ানো.. কি করবো. নিজেরও অবস্থাও ...) Faruque Azam লিখেছেন, Anik Khan Ashif Rabi & Syed Saifullah ইয়াং নাইটের তিন দাপুটে উপস্থাপক। আজ সারাদিন চেষ্টা করেও এই মধ্যরাত অবধি কোন অতিথি ঠিক করতে পারেননি। শেষ মেষ ট্রাম কর্ড হিসেবে আমাকেই অতিথি করেছেন। তাইতো তিন উপস্থাপকের একমাত্র অতিথি আমি।

পৃথিবীর ইতিহাসে এর আগে এমনটি আর ঘটেনি তাইতো গিনেচ বুকে ঠাই পেতে যাওয়া এই ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী হতে চোখ রাখুন এটিএননিউজে আজ রাত 1.15 মি: এ। আর প্রশ্ন কর্তারা ঠিকঠাক প্রশ্ন করলে ও আমি ঠিকঠাক উত্তর দিতে পারলে পুনঃ প্রচার দুপুর 1.15 মি: এ, অন্যথায় নয়...... (নিজের ঢোল অন্যে পেটালে ফেটে যেতে পারে, কাজেই....) বিখ্যাত ক্রীড়া সাংবাদিক Towhidur Rahman লিখেছেন, বেশি তাফালিং করলে আকসুরে কইয়া দিমু। (ভয় পেয়েছি) Ishpaa Khan লিখেছেন, সব আগুন নেভান যায় কিন্তু বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির আগুন নেভানও ত যায় না বরং আর বাড়ে। এখন বাজার করতে যাব............আর যে যা করুক তাতে আমার কি? আর ফালতু চিন্তা নয়............ (মন্তব্য নিষ্প্রয়োজন) Sibli Chowdhury Kayes আমাদের তথ্যমন্ত্রীর উচ্চমার্গিয় আশার বানী শুনতে শুনতে...একটা লাইন মনে পড়লো। স্কুল ও কলেজ জীবনে বেশ ঘটাকরে লিখতাম ও বলতাম।

''কখন আসবে সে পালকির মত সোনার রথে চড়ে!'' (------------------------------------------) যখন------------------------থাক আর বলছি না। আমার প্রতিক্ষার প্রহর গুনছি। আশা করছি আমাদের জয় হবেই হবে ইন-শা-আল্লাহ। (আমি আর কি বলবো?) বগুড়ার সাংবাদিক Fakir Shahjahan লিখেছেন, নতলিঙ্গ সাংবাদিকদের হজম শক্তি এবং আওয়ামী লীগের জারজ মিশন : রোববার দিনাজপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমান এমপি ইকবালুর রহিম। তিনি সাংবাদিকদের সামনে সাংবাদিকদের জারজ সন্তান বলে গালি দিলেন।

একবার নয় বেশ কয়েকবার তিনি সাংবাদিকদের জারজ সন্তান বলার পর কয়েকজন সাংবাদিক সেখান থেকে বেরিয়ে গেলেন নিরবে। বাঁকীরা এমপির বক্তব্য শুনলেন আর হাত তালি দিলেন। : ভালো তো, ভালো না...... অন্য স্রোতারা বাইরে এসে বললেন,সাংবাদিকদের হজম শক্তি এতই বেশি যে তাদেরকে জারজ সন্তান বলে গালি দেবার পরেও তারা নিরবে সব হজম করে গেলেন। :ভালো তো, ভালো না............. পাবলিকের মন্তব্য এসব সাংবাদিক প্রাণ হজমী ক্যান্ডি খেয়ে খেয়ে এতটাই হজম শক্তি বাড়িয়েছে যে,সাগর রুনীকে হজম করেছে। মাহমুদুর রহমার,আমার দেশ ,দিগন্ত টিভি,ইসলামী টিভি হজম করে এখন ঢেকুর ছাড়ছে।

:ভালো তো ,ভালো না.......... কয়েকজন সাংবাদিক মনের দু:খে বললেন,আমরা কী নতজানু হতে হতে একেবারে নতলিঙ্গ হয়ে গেলাম ? আপনি কী বলবেন এদের ব্যাপারে ? (ভালো তো, ভালো না.....) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.