আমাদের কথা খুঁজে নিন

   

নিদ্রাহীনতা একটি আবেশতা

তাহার সাথে আমার সম্পর্ক আকস্মিক না। তথাপি তাহারে যে কেন মনে টানিতে পারলুম না,ইহা আমার বোধগম্য হইল না। ((ঘুমুতে ডুবার আগের কথা......। । )) একটা পেরিয়ে গেছে ঘড়ির কাঁটা ঘনিয়ে আসছে প্রভাত-বারতা।

। অচঞ্চল মনে নেই কোন অস্থিরতা তথাপি অজ্ঞাত কারনে জাগ্রত সত্ত্বা। নেই কোন বেদনা ধ্বনি কিংবা বিহগল কোন সুর ক্লান্ত নেত্রে ঘুম তবে হারিয়েছে কোন সুদূর। । নিঃশ্বাসের রোমান্টিক বাষ্প__ ঘুলঘুলিতে আধেক আলোর রেখা অথবা গ্রীষ্ম-শর্বরীর উষ্ণতা- গ্রাস করেছে আজ সপ্নময়তা।

কোথায় আমার নিঝুম রাতের কল্পকথা বরং পিষ্ট করছে নিদ্রাহীনতার পরাকাষ্ঠতা। । ধীরে ধীরে এক ধরনের আবেশতা চলে আসছে। থাক আজ আর বেশি কিছু না বলি(পড়ুন না ফাঁস করি)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।