আমাদের কথা খুঁজে নিন

   

ধৈঞ্চারা এমনই হয়!(আতেলদের প্রবেশ কঠিনভাবে নিষিদ্ধ!)

আমার কথা সিরিয়াসলি নিয়া বাঁশ খাইলে নিজ দায়িত্বে বাঁশ খাইয়েন পরীক্ষার আগে সবাই কেন যেন আমার সাথে বিমাতা সুলভ আচারণ শুরু করে!যে মানুষগুলো এক সময় মন খুলে কথা বলত,আমার পরীক্ষার ডেট দিলে তারাও কেমন জানি শ্ত্রু-শত্রু ভাব করে। এক মাস বন্ধের পর সম্প্রতি আমাদের মিডটার্মের ডেট দিয়েছে। আমি ধৈঞ্চা!পরীক্ষার এক্কেবারে আগের দিন ছাড়া আমার পড়ায় মন বসে না। সেদিন চানাচুর-মনি ফোন দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, “খবর কি?ব্লগ-টলগ লিখবা নাকি?” চানাচুর আমাকে বলল, “না ভাই,কয়েকদিন পর পরীক্ষা,এখন আমি শুধু পড়ব!” আমি চানাচুরের কথা শুনে কষ্ট পেলাম।

এই মেয়েটাও যদি আতেলদের মত সারাদিন পড়া-পড়া করে তাহলে আমি কার কাছে যাবো?ভার্সিটিতে এই মানুষটার সাথে কথা বলেই শান্তি পাই! কিছুক্ষণ পর বস ফোন দিল। ফোন দিয়েই প্রথম কথা, “ঐ আজকে কি একটুও পড়ালেখা করছো?” আমি বললাম, “হুমম,করছি। ” সে আবার প্রশ্ন করল, “কতক্ষন?” আমি বললাম, “ঘন্টা তিনেক” বস বলল, “ওরে বাবা,এত্তক্ষন পড়ছো?ক্যামনে সম্ভব?” আমি জবাব দিলাম, “তিন ঘন্টা পইড়া-পইড়া ঘুমাইছি। এই মাত্র উঠলাম” সে আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। যাই হোক,আমি দেশ ও জাতির কাছ থেকে উত্যক্ত হয়ে পড়তে বসলাম।

রাফ খাতাটা উল্টা-পাল্টা করে দেখতে দেখতে কিছু আজগুবি জিনিস পেয়ে গেলাম যা আমি নিজেই ক্লাস চলাকালীন সময়ে করেছি। ক্লাসে টিচারদের পড়ানো বিরক্ত লাগলেই তাদেরকে নিয়ে রাফ খাতায় উল্টা-পাল্টা কথা লিখেছি। সেই সব উল্টা-পাল্টা কথারই কিছু অংশ নিচে তুলে দিলামঃ ১। শরীফ স্যার(ম্যানেজারিয়াল ফিন্যান্স) ওই শরীফ স্যার একটু আস্তে যান!এত্ত তাড়াতাড়ি পড়াইলে তো সব আমার এ্যান্টেনার উপর দিয়া যাইব গিয়া!!একটু ধীরে-সুস্থে পড়াইলে সমস্যা কি? ২। তাপতী ম্যাম(স্ট্যাটিসটিকস) ধূরু,এত্তক্ষন বইসা বইসা মোড আর মিডিয়ান পড়াইছে!!!!এত্ত টাইম লাগে এই জিনিস পড়াইতে?ওগুলাতো ইন্টারে থাকতেই পড়ছিলাম! ৩।

রবিউল স্যার (বিজনেস ল’) আরে আজিব তো!একদিনেই সব পড়ায়ে ফেলবে নাকি?এত দিন কই আছিলেন ভাই?হুট কইরা আইসা ধুম-ধুম কইরা পড়ায়ে চইলা গেলে হবে?আমাদেরও তো বুঝতে হবে নাকি? ৪। ঈশিতা ম্যাম (ম্যাক্রো ইকোনোমিক্স) ম্যাম,আপ্নে কবে মানুষ হবেন?গত সেমিস্টারেও যেই পেইন দিছিলেন,এই সেমিস্টারেও সেই একই ভাবে পেইন দিতেছেন!! ৫। সিমিন ম্যাম(এডভান্সড একাউন্টিং) আপ্নে যদি জানতেন যে আপ্নে কতটা বেরসিক!আপনি জানেন না,কঠিন সাবজেক্টগুলা একটু রসায়ে রসায়ে পড়াইলে স্টুডেন্টদের মাথায় ঢুকে?আপনি নাকি কয়দিন আগে বিয়ে করেছেন?এখন নাকি হানিমুন করতে অস্ট্রেলিয়া যাবেন?এই বেরসিক মানসিকতা নিয়া তো আপনার হানিমুনে যাওয়াই উচিত না!খালি খালি টাকাগুলা খরচ করবেন! উপরোক্ত লেখাগুলা অনেক বড় ছিল!খাতার বিভিন্ন জায়গায় অগোছালো করে লেখা!তাই সব দিতে পারছি না। এসব লেখা দেয়াটাও ঠিক না। তবুও দিলাম।

কারন। আগেই বলেছি-আমি ধৈঞ্চা। ধৈঞ্চারা এরচেয়ে ভাল হয়না!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.