আমাদের কথা খুঁজে নিন

   

পিতৃহীন হলেন প্রিয়াংকা চোপড়া

বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার বাবা চিকিত্সক অশোক চোপড়া আর নেই। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন অশোক চোপড়া। তিনি ক্যানসারে ভুগছিলেন।
এ প্রসঙ্গে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাম নারায়ণের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, আজ স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশোক চোপড়া। এই হাসপাতালে তাঁর ক্যানসারের চিকিত্সা চলছিল।


রাম নারায়ণ আরও জানান, ‘কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন অশোক চোপড়া। এর আগেও তিনি আমাদের হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। কিন্তু এ যাত্রায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ’
চিকিত্সক অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নিয়েছিলেন ১৯৯৭ সালে।

তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে ২০০৮ সালে। সেই থেকে মরণঘাতী রোগটির সঙ্গে যুদ্ধ চলছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধে হার মানতে হলো তাঁকে। মৃত্যুকালে স্ত্রী মধু, ছেলে সিদ্ধার্থ ও মেয়ে প্রিয়াংকাকে রেখে গেছেন তিনি। প্রিয়াংকার মা মধুও ভারতীয় সেনাবাহিনীর চিকিত্সক ছিলেন।


বাবাকে অনেক ভালোবাসতেন প্রিয়াংকা। বাবার স্বপ্নপূরণের জন্যই আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পা রাখেন বলে জানিয়েছিলেন এ তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী। শুটিং ও অন্যান্য সব কাজ থেকে ছুটি নিয়ে গত কয়েক দিন বাবার পাশেই ছিলেন প্রিয়াংকা। বাবার আরোগ্য কামনায় সব সময় প্রার্থনা করছিলেন। গত শুক্রবার বাড়িতে মহামৃত্যুঞ্জয় পূজারও আয়োজন করেছিলেন ৩০ বছর বয়সী এ ‘বরফি’ তারকা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।