আমাদের কথা খুঁজে নিন

   

ফেচবুক নিয়া ভয়ে আছি । যা সবার জানা দরকার

রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই কিছু দিনে আগে আমার কাছের তিনজন বন্ধু সহ আর দু একজনের কথা কাটাকাটি হয়। এক সময় টা চূড়ান্ত রুপ ধারন করে । এক কথায় সাপে নেউলে সম্পর্ক হইয়া যায়।

শুরু হয় ব্লক করার প্রতিযোগিতা । ঘটনা এখানেই শেষ হতে পারত , কিন্তু হয়নি---------- নতুন করে শুরু হয় ফেক আইডি দিয়া গুতা-গুতি , একজনের আইডি হ্যাক কইরা তার ইনবক্স এর যত কথা ছিল টা অন্য বন্ধুদের ওয়াল এ পোস্ট করা , গালাগালি , বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে স্ট্যাটাস দেউয়া ইত্যাদি। আমি গত কয়েক দিন এইসব দেইখা ভয়ে কারো লগে ফেচবুক কোন কমেন্ট করতাচি না , কাউরে অ্যাড ও করতাচি না। আমরা অনেক সময় আবেগ প্রবণ হইয়া অনেকের কাছে অনেক গোপন কথা বইলা দেই , মনের কষ্ট গুলা বন্ধুদের সাথে শেয়ার করে কিছুটা হালকা অনুভব করি। অল্প দিনেই অচেনা- অজানা মানুষ গুলোকে আপন কইরা নেই ।

নিজের দুর্বলতা তার কাছে প্রকাশ করে দেই । যে হইয়া যায় অনেক কাছের মানুষের চেয়ে ও আপন। কিন্তু সামান্য ভুল বুজাবুজি এর কারনে কেউ যদি আপনার সাথে এমন কাজ করে । এমন বিশ্বাস ঘাতকতা করে তারে আপনে কি বলবেন? আসলে এইটা এখন আমাগো জাতিও সমস্যার মধ্যে ও পড়ে সারা দেশে দেখছি কে ,কাকে ,কত ?ছোট করতে পারে এর প্রতিযোগিতা চলছে । যাইহোক কথা যে বলছিলাম পুরা ঘটনার নিরব সাক্ষী হিসাবে আমার মনে কিছু প্রশ্ন জাগে ---- এদের মূল্যবোধ কথায়? এদের বিবেক কোথায়? এদের মানবিকতা কোথায়? এদের শিক্ষা কোথায়? এদের কাছে ভালোবাসার মূল্য কোথায়? এদের নৈতিকতা কোথায়? এরা মানুষ না জানোয়ার? কিছুই নাই--- থাকলে এই কাজ এরা করতে পারত না আগামি দিনে এই সমস্যা গুলি থেকে পরিত্রাণ পাইতে হইলে আমার মনে হয় কিছু পদক্ষেপ অনুসরণ করা দরকার ।

যেমন- অপরিচিত কাউকে অ্যাড না করা। নিজের গোপন কথা গুলি কাউরে না বলা। আবেগ নিয়ন্ত্রণে রাখা । ভালো লাগা-খারাপ লাগা কারো কাছে শেয়ার না করা। কারো সম্পর্কে ভালভাবে না জেনে অ্যাড না করা ।

আপনারা আমারে আর কিছু বিষয় ক্লিয়ার কইরা দেন যাতে নিজেরে নিরাপদ রাখতে পারি -------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।