আমাদের কথা খুঁজে নিন

   

মা আসছেন..............

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে কাশের গায়ে মেঘ হাসে; এসেছে পুজোর সময়। আনন্দে হই মাতোয়ারা, ভাসি খুশির ভেলায়। শরৎ কালের দুগ্গি পূজোয়; ভাসিয়ে দিয়ে গা। দশমীর পর আবারো শুরু; মায়ের আসার অপেক্ষা। পুজোর চারদিন মেতে থাকি, ভুলে যাই সব কিছু; দেখতে ঠাকুর সঙ্গে চলে; একদল ছোট বিচ্ছু । এবার পুজোয় করব আমি; অনেক অনেক মজা। নতুন জামা, দারুন খাবার; ঠাকুর দেখব একা। - কবি কালিদাশ [ গত বছর মহানবমীর দিন পশ্চিমবঙ্গের বেলুর মঠে তোলা ছবি এটি ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।