আমাদের কথা খুঁজে নিন

   

"অপরাজেয় বাংলা" মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত "মুক্তি ও মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব"-এ ২০১২ সালের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... বন্ধুরা জেনে আনন্দিত হবেন যে, আশা সাহস আর চেতনার ছবি "অপরাজেয় বাংলা" মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত "মুক্তি ও মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব"-এ ২০১২ সালের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে। একটি কবিতার জন্য, একটি গানের জন্য, একখানা ভাল ছবির জন্য এক দিন যাঁরা যুদ্ধ করে ছিলেন যুদ্ধ করে চলেছেন আজ ও, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখা সেই সব মানুষের চেতনাকে উৎসর্গ করি এ পুরস্কার। ছবির নির্মাতা হিসেবে আমি এ সংবাদটি আপনাদের সকলের সাথে অনেক আনন্দে ভাগ করে নিলাম। জীবন যখনই ভেঙ্গে খানখান হতে চেয়েছে নিদারুণ কোন হতাশায়, তখনি জীবন আমাকে পুরষ্কৃত করে। এ ঘটনা আগে ও ঘটেছে। জানি না কেন? জীবন বুঝিবা এমনই, অপরাজেয়! তাই আজ আবারও, জীবনের তরে সকল উল্লাস! ভালবাসি জীবন। ভালবাসি প্রিয় বাংলাদেশ। - সাইফুল ওয়াদুদ হেলাল Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.