আমাদের কথা খুঁজে নিন

   

স্নিগ্ধার আজ মেঘলা মেঘলা লাগে

নাতাসী প্রতিমা আস্তি, করমু খালি ধর্মচর্চা করমু না কোন মাস্তি স্নিগ্ধার আজ মেঘলা মেঘলা লাগে। কারন দু বছরের বড় আনিস আহমেদ আজকে তাকে ছোট্ট এসএমএস দিয়েছে। গোড়ার কথা, তখন আনিস আহমেদ দূর থেকে দেখতো কেবল, হয়তো তখন তার চোখের মনি আয়তনে বাড়তো, স্নিগ্ধা দুর থেকে তা বুঝার বৃথা চেষ্টা করেছিলো বটে। আরো প্রথম দিকে গেলে দেখা যেতো, আনিস আহমেদ কথা বলার সময় কপাল ও দুচোখ নিয়ে গঠিত কল্পিত ত্রিভুজ অঞ্চলে তাকিয়েই কেবল কথা বলতো। তখন স্নিগ্ধার নতুন চাকরী টেকানোর ভয়ে নার্ভাস বোধ হতো।

অতপর দ্রুতই অনিস আহমেদের দৃষ্টি নমিত হয়, ঠোট ও চিবুকের গঠনে কল্পিত উল্টো পিরামীডেই তার দৃষ্টি ঘোড়াফেরা করতো যখন তাদের মধ্যে কর্মীয় বিষয়াবলী ছাড়াও সামান্য অথবা বেশ খানিকটা বাক্যালাপ হতো। স্নিগ্ধার মেঘলা মেঘলা লাগে। কারন মাত্র দুইদিন আগেই কর্মব্যাস্ত সকলের দৃষ্টির অগোচরে ফাইল ক্যাবিনেটের পাশে দাড়িয়ে চশমা ঠিক করতে করতে আনিস আহমেদ তার হাত ধরে শক্ত করে, স্নিগ্ধার কিঞ্চৎ ব্যাথা-ব্যাদ্না হয়। সে বিশ শতাংশ হাসি মাখানো কঠিন দৃষ্টি দেওয়ার সময় হাসির শতকরা পরিমান কমানোর প্রত্যয়ে ঐকীক নিয়মের আশ্রয় নিতে চেষ্টা করে খুব একটা সুবিধা করতে পারে নি। এবং চশমার বেঠিক স্থাপনার দরুন সেটি না দেখার ভান করার সুযোগ বুঝে নেয় আনিস আহমেদ।

সেইদিন বিকেলে যখন আবারো স্নিগ্ধা কে বিপরীত পাশ হতে অমনোযোগী হন্টনে দেখে আনিস আহমেদ, তখন সে আবারো চশমা ঠিক করার অভিনয়ে স্নিগ্ধার পাশ ঘেষে যায়, যখন স্নিগ্ধা, অনুধাবন করতঃ যে তার অমনোযোগের অভিনয় সফলতা পেয়েছে, চিন্তার দ্রুততার আশ্রয়ে নিজের স্ফিত স্তনের সহিত আনিস আহমেদের পোলিওনাশক টিক’র দাগ যুক্ত বাইছেপ পেশির ঘর্ষন ঘটায়। স্নিগ্ধার মেঘলা লেগেছিলো গতকালো। তখন দেখেছিলো অপেক্ষাকৃত সুন্দরী শামিয়া কে আনিস আহমেদ চশমা পরিষ্কার করতে করতে দু ঠোট চোক্ষা করে ট্রেনিং দেওয়ার পাশাপাশি চশমা বিহীন চোখ দিয়ে শামিয়াকে অন্তঃস্বত্তা বানানোরে একটি প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলো। এই দৃশ্য সংঘটিত হওয়ার কালে স্নিগ্ধার স্তনযূগল অজানা অনুভূতিতে স্ফিত হয়ে উঠে এবং নাসিকায় হাঁচি স্বরুপ একটি সেনসেশন পয়দা হয়ে চক্ষু সজল হওয়ার মধ্য দিয়ে সেনসেশনটির সমাপ্তি ঘটে। স্নিগ্ধার আজ মেঘলা মেঘলা লাগে।

কারন দু বছরের বড় আনিস আহমেদ আজকে তাকে ছোট্ট এসএমএস দিয়েছে। সে লিখেছে, “ওকে...” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.