আমাদের কথা খুঁজে নিন

   

রবি বীমা কথন . .

সম্প্রতি একটি অফার ঘোষণা করলো রবি।বাংলাদেশে এই প্রথম প্রি-পেইডে জীবনবীমা সুবিধা। নিঃসন্দেহে একটি আকর্ষণীয় অফার বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এই সুবিধাটি পেতে হলে আমাকে কিভাবে মরতে হবে তা জানার জন্য কল সেন্টারে ফোন দিলাম। যা শুনলাম বিস্তারিত বর্ণনা করলাম এখানে। প্রথমে টাকার ব্যবহার- মাসিক১৫০ টাকাব্যবহার করলে আপনার বীমা চালুথাকবে কিন্তু কোন টাকা জমা হবেনা। মাসিক ২৫০ টাকা ব্যবহার করলে৪০০০ টাকা, ৩৫০ টাকা ব্যবহারে ৬০০০ টাকা এবং ৫০০ টাকা ব্যবহারে ৮০০০ টাকা জমা হবে। ধরলাম প্রথমটি বাদ দিয়ে পরের যেকোনো পরিমান টাকা ব্যবহার করলাম এবং যথারীতি টাকা জমাহচ্ছে আমার বীমায়। কিন্তু এই বীমা সুবিধা আমি বা আমার নমিনি পাবেন না যদি আমি নিম্নলিখিত ভাবে মৃত্যুবরণ করি। এবং তা হলঃ * বীমা শুরুর আগের কোন অসুখ বাঅক্ষমতার কারণে মারা গেলে * AIDS/ HV জনিত রোগে মারা গেলে * যেকোনো ধরণের মনোরোগ, মানসিক, স্নায়ুবৈকল্যজন িত রোগ, প্রাকৃতিক দুর্যোগে( ভুমিকম্প, সাইক্লোন) মারাগেলে * স্বাভাবিক বা যুদ্ধাবস্থায় পারমাণবিক শক্তি অথবা তেজস্ক্রিয়তার কারণে মারা গেলে * ঝগড়া-বিবাদে অংশগ্রহণ করে, আইন বহির্ভূত যেকোনো কার্যকলাপে অংশগ্রহণ করে অথবা যেকোনো অপরাধমুলক কার্যকলাপে লিপ্ত হয়ে মারা গেলে * দুর্ভিক্ষের কারণে মারা গেলে এখন আমি ভেবে পাচ্ছিনা ঠিক কিভাবে মারা গেলে এই সুবিধা পাওয়া যাবে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।