আমাদের কথা খুঁজে নিন

   

ধোনি ইস্যুতে আলোচনা চ্যাম্পিয়নস ট্রফির পর

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতের ক্রিকেট অঙ্গন তোলপাড় হয়ে গেলেও কথা বলতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। তবে চুপচাপ থেকে স্পট ফিক্সিংয়ের ঝড়ঝাপটা এড়াতে পারলেও অন্য একটি বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতীয় অধিনায়ক। একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির শেয়ার কেনার কারণে বেকায়দায় পড়ে গেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ইংল্যান্ডে চলমান চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তর্বর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়া।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট নামের একটি কোম্পানির ১৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনেছেন মহেন্দ্র সিং ধোনি।

এই কোম্পানিই সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, প্রজ্ঞান ওঝার কাজকর্ম দেখাশোনা করে। কোনো কোম্পানির আওতায় থাকা খেলোয়াড় জাতীয় দলে সুযোগ না পেলে ওই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কমে যায়। কাজেই এ ধরনের কোম্পানি সব সময়ই চায় যে তাদের আওতায় থাকা ক্রিকেটাররা যেন জাতীয় দলে সুযোগ পান। এখন এ ধরনের একটি কোম্পানির শেয়ার ধোনি কেন কিনলেন, তা নিয়ে চলছে জোর বিতর্ক। প্রশ্ন উঠেছে, তাহলে কি ক্রিকেটারদের দলে জায়গা করে নেওয়ার বিষয়টি তাঁর সংস্থার মুনাফার ওপর নির্ভর করছে? দল নির্বাচনের সময় কি তাহলে ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করেন ভারতীয় অধিনায়ক? কারণ, অধিনায়ক হিসেবে দল নির্বাচনের সময় তাঁর মতামতের বিশেষ গুরুত্ব থাকে।


এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডে ধোনির সংশ্লিষ্টতা আদৌ আছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলমান চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়া। আজ বোর্ডের এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কারণে আমি এখন দলের কাউকে ঘাঁটাতে চাই না। এটা করে আমি কিছুই পাব না। ধোনির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

আমরা এ বিষয়েও নজর দেব। কিন্তু আমরা শুধু শুধু কাউকে হয়রানি করতে চাই না। ’
ধোনির শেয়ার কেনার বিষয়টি অবশ্য অস্বীকার করেছে কোম্পানিটি। ঋতি স্পোর্টস ম্যানেজমেন্টের সভাপতি অরুণ পান্ডে বলেছেন, ‘এখন এখানে ধোনির কোনো শেয়ার নেই। কিছু শেয়ার তাঁর নামে বরাদ্দ করা হয়েছিল গত ২২ মার্চে।

এটা শুধুই তাঁর কিছু পুরোনো পাওনা মেটানোর নিশ্চয়তা দেওয়ার জন্যই করা হয়েছিল। ’ গত এপ্রিলে আবার এই শেয়ারগুলো ধোনির কাছ থেকে কোম্পানির কাছে স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আইএএনএস। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.