আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকদের এড়িয়ে গেলেন ধোনি

শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। আগের দিন বৃহস্পতিবার রীতি ভেঙে ধোনির বদলে সংবাদ সম্মেলনে আসেন ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

ভারত দলের কর্মকর্তারা আগেই শর্ত জুড়ে দিয়েছিলেন, ওয়েলিংটন টেস্টের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। এর পরেও এক সাংবাদিক আইপিএল কেলেঙ্কারির প্রভাব টেস্টে পড়বে কিনা জানতে চাইলে এক কর্মকর্তা ধাওয়ানকে এর উত্তর দিতে দেননি। আর একটু পরেই তিনি সংবাদ সম্মেলন শেষ করে দেন।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মে মাসের মাঝামাঝি সময়ে সাবেক টেস্ট বোলার শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে এ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হতে থাকে, গ্রেপ্তার হন আরো কয়েকজন।

এ নিয়ে সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বাধীন একটি কমিশন গত সোমবার তাদের প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়, যাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের জামাই গুরুনাথ মায়াপ্পনের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ তুলে ধরা হয়।

১৭০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, আইপিএলের ম্যাচ পাতানো এবং এ নিয়ে বাজি ধরায় যুক্ত ছিলেন মায়াপ্পন। এছাড়া আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে আরো তদন্ত প্রয়োজন বলেও কমিশন সুপারিশ করে।

তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর ভারতের কয়েকটি গণমাধ্যমে বলা হয়, বর্তমান জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল।

রোববার চতুর্থ দিনেই ৪০ রানে অকল্যান্ড টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। ২০০২ সালের পর তাই আবার নিউ জিল্যান্ডের কাছে সিরিজ হারের শঙ্কায় আছে ভারত। তবে ধাওয়ান জানান ওই টেস্টের তৃতীয় ইনিংসে ভারতের বোলিং ও চতুর্থ ইনিংসে ব্যাটিং থেকে আগামী টেস্টে অনুপ্রেরণা পাচ্ছেন তারা।

 




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.