আমাদের কথা খুঁজে নিন

   

করতলে গোপন প্রেম

বিষণ্ণ সানাই নিশি পাওয়া আমি আবারো নদী লৌহজং ভাসাই কোশা শীতে শীতল নদী মাঘী পূর্ণিমা পাটাতনে অবশ আমি আকাশ কুসুম । ছলাৎ ছলাৎ ভাঙ্গে ঢেউ রূপালি আলো বিম্বে বিম্বে চাঁদ তারা জল টলমল মুখস্ত শরীর নদী আজ সে অলীক কানাউলা ধরে বৈঠা আনমনা আমি। আচমকা আলোকচ্ছটা লাগায় চমক ছুটে আসছে চাঁদ একি আকাশ খসে ! নিমেষেই ঝলক ঝলক আমার কোশা গলুইয়ে বসে চাঁদ ছড়ায় জ্যোছনা। চন্দ্রাহত আজ আমি খেয়ালের বশ আলতো করে চাঁদ ছুঁই রেখে করতলে ডাগর চোখে হাসি ঝরে নেশাতুর আমি জ্যোছনামাখা ঠোঁট রাখে আমার ঠোঁটে সহসাই আবেশিত চাদঁশ্রীর রূপে এ যে আমার 'শ্যামা বউ' প্রেম কসম! শিহরণে শিহরিত আমি এখন গোপন প্রেম খায় দোল বসে করতলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।