আমাদের কথা খুঁজে নিন

   

পাওয়া মানে,...........না পাওয়ার একরাশ হিমালয়।

পরির্বতনের সময় এখন.... পাওয়া মানে না পাওয়ার একরাশ হিমালয়। পাওয়া মানে দুঃখে ভরা জীবনের নগ্ন পাথর। পাওয়া মানে হতচ্ছাড়া আবেগে নিজেকে পোড়াই। পাওয়া মানে নৈতিক বিসর্জনে নিজেকে হারাই। পাওয়া মানে একরাশ কালো মেঘে ভেসে বেড়াই।

পাওয়া মানে দঃখের বৃষ্টি হয়ে ঝরে পড়ি এ ধরায়। পাওয়া মানে প্রবাহ কষ্ট স্রোতে সমুদ্রে হারাই। পাওয়া মানে রঙ্গীন স্বপ্নের টুটি চেপে ধরা। পাওয়া মানে একরাশ ক্লান্তি আর হাজারো যন্ত্রনা। তারিখঃ ০৬-১০-১২ সময়ঃ সকাল - ১১.০০ উৎসর্গ ফারাহ দিবা জামান এবং সান্তনু অাহেমদ জানিনা কতটুকু লিখতে পেরেছি......আমার সাধ্য হয়তো এতটুকু্ই........ফারাহ'র হে নিশুথ রাত! অধিক তোমাকে চাই! ....পোস্ট থেকেই আমার এই লেখার সুত্রপাত.....ধন্যবাদ কিছু লিখতে দেওয়ার জন্য।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.