আমাদের কথা খুঁজে নিন

   

চালু সিম বিক্রিতে জরিমানা ৫০ ডলার

আপনার নোটিশ বক্সটি দেখুন ১২ অক্টোবর থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিতের পরই কেবল মোবাইল সিম চালু করতে পারবে অপারেটরগুলো। ব্যতিক্রম হলে প্রতিটি সংযোগের জন্য তাদের ৫০ ডলার করে জরিমানা গুণতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বৃহস্পতিবার রাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নির্দেশনা জারি করেছে। এর ফলে সিম কেনামাত্রই গ্রাহকের সংযোগ চালু হবে না। বর্তমানে অপারেটররা প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি করে থাকে, যা কেনার পর পরই চালু করা সম্ভব।

চালু থাকা সিম বিক্রি না করতে দেওয়ার এ সিদ্ধান্ত গত জুলাইয়ে নিয়েছিল বিটিআরসি। বৃহস্পতিবার রাতে বিটিআরসি থেকে অপারেটরদের দেয়া এক নিদের্শনায় বলা হয়, অপারেটরদের বাজার থেকে সব চালু সিম ১২ অক্টোবরের আগে প্রত্যাহার করে নিতে হবে। নির্দেশনায় বলা হয়, ১২ অক্টোবর থেকে বাজারে প্রতিটি চালু সংযোগ (সিম/রিম); ভুল, অসত্য বা ক্রটিপূর্ণ তথ্য সম্বলিত নিবন্ধিত সংযোগ অথবা ব্যবহৃত অনিবন্ধিত সংযোগ পাওয়া গেলে প্রতিটি সংযোগের ক্ষেত্রে সংশ্লিস্ট অপারেটরকে ৫০ মার্কিন ডলারের সমপরিমান জরিমানা করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয় পত্রের তথ্যভান্ডার গ্রাহক নিবন্ধনের জন্য ব্যবহার উপযোগী হবার আগ পর্যন্ত অপারেটররা বিভিন্ন উপায়ে গ্রাহকের পরিচয় নিশ্চিত করে সংযোগ (রিম/সিম) চালু করবে। আর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার উপযোগী হবার ৩০ দিনের মধ্যে স্বয়ংক্রিয় উপায়ে পরিচয় যাচাই প্রক্রিয়া চালু করে গ্রাহক পরিচয় নিশ্চিত করে সংযোগ দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

সংযোগ চালু করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অসত্য বা ক্রটিপূর্ণ গ্রাহক নিবন্ধন সংক্রান্ত তথ্যের জন্য সংশ্লিস্ট অপারেটরকে পুরো দায়ভার নিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। সুত্র ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.