আমাদের কথা খুঁজে নিন

   

গায়ের গন্ধে মৃত্যুর ঘ্রাণ

গায়ের গন্ধে মৃত্যুর ঘ্রাণ আমায় দেখো না তুমি আমার আত্মাকে দেখ মৃতপ্রায়, মড়া শেকড়ের মত শুকিয়ে রয়েছে স্মৃতির খাতাটাকে উল্টেপাল্টে দেখো ভালো করে কোন এক পাতায় এখনো আমার নাম লেখা আছে ভালো করে ঘসা কাঁচের আয়নায় মুখ চেয়ে দেখ সেখানে আজো আমার প্রতিচ্ছবি কোথায় যেন ভাসে এখনো সময় আছে কিছু, আছে অবকাশ চিন্তার হয়তো আবার নতুন করে দুজনার কিছু ভাবনার স্বপ্নগুলো দেখেছিলেম আমরা দুজনে মিলে একটি টোকায় ঝরিয়ে দিলে ঝুরঝুর করে বড় ভঙ্গুর ওই কাঁচের দেয়াল কিংবা স্বপ্নগুলো টোকাতেই ভেঙ্গে খানখান হয়ে যায় মরে। এখনো দূর থেকে তোমার ডাক শুনি তাইতো এখনো প্রতীক্ষার প্রহর গুনি দুঃখের আকাশে কেন যে এসে আজো জ্যোৎস্না জ্বালো মনের গভীরে অথৈ অন্ধকার এখানে নেই কোন আলো আমার গায়ের গন্ধ শুকে তুমি কি মৃত্যুর ঘ্রাণ পাও ভালো করে আমায় দেখ আজ , মৃত্যুকে চিনে নাও।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।