আমাদের কথা খুঁজে নিন

   

আইভানহো জলাধার

এটা আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেসের একটি বৃহৎ ভূপৃষ্ঠ জলাধার। ১৯০৬ সালে তৈরীর সময় স্যার ওয়াল্টার স্কটের আইভানহো উপন্যাসের নামানুসারে এর নাম করন করা হয়েছিল। দীর্ঘ ১০০ বছর যাবৎ এটা শহরবাসীদের পানীয়া জল উপহার দিয়ে আসছিল। কিন্তু ২০০৭ সালে লস এঞ্জেলেসের ডিপার্টমেন্ট ওয়াটার প্রটেকশন (DWP) এই জলাধারে উচ্চ মাত্রার Bromate সনাক্ত করে,যা Carcinogen হিসেবে পরিচিত। প্রকৃতিক পানিতে ব্রোমাইড (Br) বিধ্যমান আর ক্লোরিন (Cl) ব্যবহার করা হয় পানি বিশুদ্ধ করতে।

এই দুই উপাদান যখন সুর্যালোকের সংস্পর্সে আসে তখন এই ক্ষতিকারক Carcinogen তৈরী হয়। এই সমস্যা যখন ডিপার্টমেন্ট ওয়াটার প্রটেকশন (DWP) বুঝতে পারে তখন তারা Griffith পার্কে নতুন ভূগর্ভস্থ জলাধার নির্মান শুরু করে। কিন্তু যতদিন না এই নতুন জলাধার ব্যবহার উপযোগী হচ্ছে ততদিন কি ভাবে পানিকে সুর্যালোকের সংস্পর্স থেকে দুরে রাখা যায় এটা নিয়ে ডিপার্টমেন্ট ওয়াটার প্রটেকশন (DWP) নতুন একটা উপায় খুজছিল। তখন ডিপার্টমেন্ট ওয়াটার প্রটেকশন (DWP) পানিকে উপর থেকে ঢেকে দেয়ার চিন্তা করতে থাকে, কিন্তু এটা ছিল বেশ ব্যয় বহুল ও সময় সাপেক্ষ। এমতাবস্থায় DWP এর জীববিজ্ঞানী Brian White পরামর্শ দেন Bird Ball ব্যবহার করার।

এই বার্ড বল গুলো সাধারনত বিমানবন্দরের Runway-এর পাশে আর্দ্র এলাকায় পাখিদের বসতে বা জমায়েত হতে প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এই বলগুলো Polyethylene-এর তৈরী এবং দামে সস্তা মাত্র ৪০ সেন্ট। বলগুলো কালো রঙের এবং কার্বনের প্রলেপ দেয়া তাই এটা সুর্যালোকের অতিবেগুনী রশ্মিকে ফিরিয়ে দিয়ে পানিকে সুরক্ষিত রাখবে। তাই ২০০৮ সালের জুন মাসে ৪ লাখ বার্ড বলকে এই জলাধারে ছেড়ে দেয়া হয়, যা জলাধারের পানিকে চার থেকে পাঁচ বছর (ভূগর্ভস্থ জলাধার তৈরী না হওয়া পর্যন্ত) সুর্যালোক থেকে সুরক্ষিত রাখবে। এই জলাধারের উপর নির্ভরশীল ৬ লাখ মানুষকে দিবে তুলনামূলক ভাবে নিরাপদ পানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.