আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগত, তোমার অপেক্ষা

নিশাচর কবিতার ফাঁদে, মন ভেজানো শেষে; বুঝতে পারি ভাবনাগুলো ভীষণ একপেশে। । ছন্দগুলোয় ক্লান্তি মিশে ভীষণ পরিশ্রান্ত, ক্রমশঃ একঘেয়ে আমার কবিতার সব প্রান্ত। । সকাল থাকে, রাত্রি থাকে, নিয়নও আলো জালে তবুও আমার কবিতা চলছে একই তালে।

। শহর পোড়া, নগর পোড়া, নাগরিক সব কষ্ট শব্দ মিলে ছন্দ হলেই, হয়ে ওঠে স্পষ্ট। । বুঝতে পারি তোমার অভাব কবিতার সব বাঁকে, তাই এখন স্বাগত তোমার অপেক্ষাকে। ।

- রামপুরা, ০৩/১০/২০১২ Image Source: Knight Zeisy's photostream, Right Here Waiting For You (Antwerp day 2-2)]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।