আমাদের কথা খুঁজে নিন

   

।।স্বাগত নতুন বছর।।

পার্থিব জ্যোত্‍স্না আর ঘন কুয়াশার চাদর ছিঁড়ে; উঠেছে রাঙা সূর্য,নির্জনে আঁধার গেছে লুকিয়ে! ঘুমন্ত পৃথিবী জেগেছে,নতুন হাসির ঝিলিক যেন ঠোঁট বেয়ে- মহাকাল গিলেছে আরেকটি বছর,পদার্পন নূতন বর্ষ বারো এ! জীবন বৃক্ষ হতে খসে পড়লো আরেকটি পাতা! অদৃষ্টের গর্ভে যত দোষ নিমেষে মুছে যাক হেতা- মধুর স্মৃতি রোমন্থনে,নতুন সুর হবে গাঁথা, মুছে গিয়ে সব অশুভ,শুদ্ধের তরে পথচলা। সদ্য বানানো কাঁচা ঘুড়ি,তবুও আকাশে উড়ছে! বাতাসঔ যে আজ উত্‍ফুল্ল,তারই জানান দিচ্ছে। জগত জুড়ে মানব হৃদয় পেল সূচনার তুলি- এবার আঁকো তব নবীন স্বপ্ন,করো খোদার অঞ্জলী। আনকোরা সাজে সেজেছে ধরণী শান্তির আবেশে, সুখ-দুঃখের মিশ্রণেই পেরুলো জীবন,আরেকটি বছর শেষে। নিরালায় বসে,পাওয়া না পাওয়ার অঙ্ক কোষে, যোগ-বিয়োগ যাই হোক,উত্তম কিছুর আকাংখা অবশেষে। তবে এবার জেগে ওঠো নব উদ্যমে,এগোতে হবে বহুদূর- সৃষ্টি করো এমন কিছু,কেউ যেন ভুলে না তোমায় কভু! নব জাগরণ আর পূর্ণ আশায়,সুখময় হোক স্বাগত নতুন বছর! সত্য,সুন্দর জীবন প্রত্যাশায়,শুভকামনা নিরন্তর।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।