আমাদের কথা খুঁজে নিন

   

এক ছাত্রনেতার স্বীকারোক্তি (আত্নকথন) ............................

চরম বাস্তবতায় আজ আমার মনে হচ্ছে এই পৃথিবী আর ভাল লাগেনা। টেলিভিশন দেখলে শুধু কথার রাজনৈতিক মারপ্যাঁচ আর পুঁজিবাদের বাহারী রকমের বিজ্ঞাপন, এফ.এম রেডিও শুনলে আজকাল শুনি ইয়াং জেনেরেশান এর কঠিন সমস্যা হচ্ছ এফেয়ার জনিত সমস্যা, এখনও পৃথিবীতে মানুষ অনাহারে মারা যাচ্ছে, প্রতিদিন বিনা চিকিৎসায় হাসপাতালে মানুষ মৃত্যু যন্ত্রনায় কষ্ট পাচ্ছে, কেউবা অভাবের তাড়নায় পড়াশুনা বন্ধ খারাপ পথে চলে যেতে বাধ্য হচ্ছে, কত ছোট ছোট নিষ্পাপ শিশু হাতে বই-খাতার বদলে ফুল নিয়ে রাস্তায় বিক্রি করতে পথে নামছ্‌ ইট ভাঙছে কেউ বা ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে এসব সমস্যা যেন তাদের ভালবাসার সমস্যার কাছে কিছুই না। ভালবাসার মানুষের সাথে গল্প করার বিষয় কেবল কখন কি করল, কি দিয়ে কোন রেস্টুরেন্টে খাইল, কে কাকে কতটুকু ভালবাসে ইত্যাদি। সব ক্ষেত্রে লুটতরাজ শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ক্ষতিকর মাদকদ্রব্য সমাজের সকল স্তরে, খুন হাইজ্যাক ছিনতাই ইত্যাদি তো আছেই। পত্রিকার পাতা খুললেই বেওয়ারিশ লাশ আর সভা সেমিনার সাফল্যের মিথ্যা প্রতিশ্রুতি বিদ্যুতের বেহাল দশা ট্রাফিক সমস্যা এর মধ্যে নতুন করে যোগ হয়েছে সমাজের উঁচু স্তরের লোক দের ঘুষ দুর্নীতির অবিশ্বাস্য কেলেঙ্কারি।

বিভিন্ন দিবস উদযাপনের নাম করে রাষ্ট্র যন্ত্রের লোক গুলি সদম্ভ হাজিরা দেন বিদেশের সাথে সম্পর্ক জোরদার করার নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে হরিলুট করে লাল্গালিচা সম্বর্ধনা নেন। ক্ষমতায় গেলে এই চিত্র পরিবর্তন করে দিবে বলে সরল মানুষের বিশ্বাস পুঁজি করে সাম্রাজ্যবাদের পায়ের তলায় দেশের মস্তক অর্ঘ্য দেন। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দ্রব্য মূল্য বাড়ছে বলে মৌলিক চাহিদার উপর চাপ সৃষ্টি করে রাগব বোয়াল সিন্ডিকেট চক্র হাতিয়ে নিচ্ছে সাধারণ ঘামে অর্জিত অর্থ। সমর্থের বেশি বোজা নিয়ে বাড়তি টেনশনে রোগ বালাই চেপে মরার আগেই মরণ উপক্রম। আর ভালো লাগেনা।

! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।