আমাদের কথা খুঁজে নিন

   

কাওসার সিদ্দিকী সমাচার

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে। ছোটকাল থেকেই আমিও হাবা এখনও তাই , কোনো পরিবর্তন হয় নাই । যখন আমি ক্লাস ওয়ান এ পড়ি তখন আমাকে স্কুলে পৌছে দিতেন আমার মেজো আপা, আবার সে স্কুল থেকে নিয়ে আসতেন । একদিন আমার স্কুলে’র এক আপা/ম্যাডাম তিনি আমাকে বললেন এই ছেলে , তুমি এখন ক, খ, গ... লিখ আমি চুপ , -ম্যাডাম বললেন , কি আমি যে বলছি শুনতে পারছো না , আমি তখনও চুপ করে রইলাম , একটু পরে ম্যাডাম আমাকে একটা ধমক দিলেন আর আমি সাথে সাথে কান্না করে বললাম আমার আপা (যে আমাকে স্কুলে দিয়ে আসত আর নিয়ে আসত) তাকে বলে দিব এরপর ম্যাডাম আমার দিকে , একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আর আমাকে কিছু বললেন না , ছোট বেলা যেরমক ছিলাম , এখনও তেমন ই আছি, কারও সাথে মন খুলে কথা বলতে পারি না, কেমন জানি লজ্জা লাগে , সবার সাথে মিশতে পারি না , তবে আমি যখন খিলগাও থাকতাম তখন আমার খুব ভাল চারজন বন্ধু হয় , তখন আমি অষ্টম শ্রেনীতে পড়ি তাদের নাম যথাক্রমে - শাওন , সানি , সম্রাট, ও শুভ , শাওন আমাদের মধ্যে শাওন ছিল সবচেয়ে দুষ্ট। একদিন আমি আর শাওন ফারুক স্যার এর হাতে যে মারটা -ই খেয়ে ছিলাম, ক্লাস নাইন এ থাকতে পড়তাম ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ এ তখন মার খেতাম আফসার স্যার এর হাতে , আমি জীবনে ৮ টির মত স্কুল বদলিয়েছি ।

তবে আমার এ পযন্ত যতজন বন্ধু হয়েছে সবাই এখনও আমাকে বোকা বলে ই ডাকে এটা আমার উপাধি আমি একা একা হাটতে সবচেয়ে পছন্দ করি এবার আসি আসল কথায় : গতকাল ০১-১০-২০১২ তারিখে গেলাম বোটানিক্যাল গার্ডেন এ যেখানে আমি প্রায়ই যাই ছবি তুলতে । হাটতে হাটতে হঠাৎ দেখি কয়েকজন মোটা মোটা মানুষ দুই জন ছেলে কে শার্ট এর কলার ধরে নিয়ে যাচ্ছে আমি ভাবলাম ব্যাপার টা কি ?? কি হল একটু পরে দেখি একজন এর কোমর এ একটা পিস্তল। বুঝতে আর বাকি রইল না (পুলিশ)। তারপর শুরু হল এক এক করে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে আসা ছেলে-মেয়ে দের ধরা !! গতকাল প্রায় অনেক জন কে ই পুলিশ ধরেছে তবে কাউকে থানায় নিয়ে গেছে কিনা জানি না, ধরার কারণ ?? কেউ হয়তো বা তাস খেলছে স্কুল ফাকি দিয়ে কেউ ডেটিং , তবে পুলিশ তো মানুষ চিনে, যাই হোক যখন আমি বোটানক্যিাল গাডেন থেকে বের হচ্ছি তখন দেখি গোলাপ বাগান এর একটু সামনে শত শত ছেলে মেয়ে দের দাড়া করিয়ে রেখেছে , আমি দেখতে দেখতে বের হয়ে গেলাম। তবে পুলিশ এর গাড়ি’র একটা ছবি ও তুলেছি - গাড়ি গুলো এত দ্রুত যায় যে ক্যামেরায় বন্দি করার সময় খুব কম থাকে ।

যাইহোক আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আইন শৃঙ্খলা বাহিনী করেছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।