আমাদের কথা খুঁজে নিন

   

শাঁখারীবাজারের হেলে পড়া ভবনটি ভেঙ্গে পড়েছে

রাজধানীর পুরান ঢাকায় জজ কোর্ট এলাকার শাখারীবাজারে হেলে পড়া পাঁচতলা ভবনটি শেষ পর্যন্ত ভেঙ্গে পড়েছে। যে ভবনের ওপরেএটি ভেঙ্গে পড়েছে তার ভেতরে আটকে পড়াদের অধিকাংশকে উদ্ধার করেছে দমকল বাহিনী। দমকল বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, “ভবনটিতে থাকা কয়েকটি পরিবারকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। ” প্রত্যক্ষদর্শীরা বংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে শাঁখারীবাজার এলাকার কৈলাশ ঘোষ লেনের ২০ নম্বর বাড়িটি পাশের তিনতলা ভবনের ওপর হঠাৎ হেলে পড়ে। এরপর সকাল সোয়া দশটার দিকে এটি ভেঙ্গে পড়ে।

এর ফলে যে ভবনের ওপর এটি ভেঙ্গে পড়ে সেখানকার বাসিন্দাদের অনেকে বাড়িটিতে আটকা পড়েন। খবর পেয়ে দমকলের কর্মীরা এসে প্রথম পর্যায়ে ৩০ জনকে উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১১টার দিকে আরও ৪ জনকে উদ্ধার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আরও কয়েকজন ভেতরে আটকা আছেন বলে জানা গেছে। তাদেরক উদ্ধারে তৎপরতা চলছে।

এ ঘটনায় প্রথম দিকে একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, উদ্ধার চলাকালীন সময়ে কেউ আহত হননি। এলাকাবাসী জানান, পুরনো ওই পাঁচতলা ভবনটি ভাঙা হচ্ছিল নতুন ভবন তৈরির জন্য। ভবন ভাঙ্গার কাজে নিয়োজিত ঠিকাদার সাজু মিয়া বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে তার শ্রমিকরা ভবনটি ভাঙ্গার কাজ করছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ১৫/২০ জন শ্রমিক কাজ শুরুর পর সকাল ৯টার দিকে ভবনটি হেলে পড়ে।

এর ঘণ্টাখানেক পর ভবনটির ওপরের তলাগুলো ভেঙ্গে পড়ে নিজ থেকে। ভবন ভাঙ্গার কাজ আপাতত বন্ধ আছে। বাড়ির মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায়, লোকজনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখছে তারা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.