আমাদের কথা খুঁজে নিন

   

“বহুগামীর অস্থায়ীয়ত্বের যন্ত্রনা নাকি একগামীর স্থায়ীত্বের সুখ” কোন পথে যৌনমুক্তি ?

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । যৌনতা আসলে কি ? এ বিষয়টাই ক্লিয়ার হইলো না এহনো । তবে ক্লিয়ার নিয়া চিন্তা নাই , ক্লিয়ার করতাছি । যৌনতা আসলে একটা প্লেটের মত , যেটাতে আপনি আপনার প্রাত্যাহিক খাবার খান । প্লেট পরিবর্তন করে অন্যের প্লেটে খাইলেই রোগ ধরে যায় (পরকীয়া), আবার প্রতিদিন প্লেট (সেক্স পার্টনার) পরিবর্তনের ঝামেলা তো আছেই অথচ নির্দিষ্ট একটি প্লেট থাকলে কোন সমস্যাই থাকেনা ।

পেছনের কয়েকটা পোষ্টে আমি যৌনতা বিষয়ে সমীক্ষা চালিয়েছি যেখানে যৌণতা নিয়ে সমাজের ভারসাম্যহীনতাই প্রকাশ পেয়েছে । অসুস্থ্য যৌনতা হচ্ছে মাদার অব অল ক্রাইম । আসলে সুস্থ্য যৌন চর্চা একটা উন্নত সভ্যতা বিনির্মানের প্রধান উপকরন , যেটা অস্বীকার করার আসলে কোন উপায় নাই । আর একগামী ছাড়া আসলে সুস্থ্য যৌন চর্চার বিকল্প নাই । পার্বত্য চট্রগ্রামে পাংখোয়া নামের এক উপজাতি আছে , যাদের একগামি যৌন চর্চা বিস্ময়কর।

তারা আজীবন সুস্থ্য যৌনচর্চা করে দুনিয়ার অন্যতম সুখী জনগোষ্ঠি । নাগরিক সভ্যতার বিকৃত জীবন ধারা থেকে তারা নিজেদের দুরেই রাখে । পূর্বে প্রকাশিত আমার পোষ্ট গুলো পরে নিতে পারেন । Click This Link Click This Link Click This Link Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।