আমাদের কথা খুঁজে নিন

   

শুনই প্রগতি পাঠাগারের জন্য আপনার জানা সেরা বইটির তালিকা দিন

------ শুনই প্রগতি পাঠাগার। এই পাঠাগারটির জন্ম ১৯৮৫ সনে একটি অজ পাড়া গা গ্রামে। সময়ের পথ পরিক্রমায় অনেক পথ হেটেছে। বইয়ের মাধ্যমে অনেকের মনের খোরাক জুগিয়েছে, অনেকের জ্ঞান ভান্ডারকে সম্বৃদ্ধ করেছে। পাঠাগারটির নিজস্ব কোন ফান্ড না থাকলেও চলছে যুগের পর যুগ ধরে।

আগামী বছর পাঠাগারের জন্য আমরা ভালো কিছু বই কিনতে চাই। রাজনীতি, অর্থনীতি, সমাজ, মুক্তিযুদ্ধ, পুথি সাহিত্য, ধর্মীয়, শিশুতোষ, বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি, আইন, গণিত, খেলাধুলা, মিডিয়া, নাটক, উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা, কমিকস, কার্টুন, কল্পবিজ্ঞান সহ সব ধরনের বইয়ে সম্বৃদ্ধ করে পাঠকদের চাহিদার কিছুটা হলেও মেটাতে চাই। প্রিয় ব্লগার বন্ধুরা, আপনারা কেউ বই দিয়ে স হায়তা করতে চাইলে অনেক কৃতজ্ঞ থাকব। আর পাশাপাশি ভালো কিছু বইয়ের তালিকা দিয়ে আমাদের বই কেনার মেনুটাকে সম্বৃদ্ধ করুন। মন্তব্যের ঘরে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশনীর নাম উল্লেখ করুন।

ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা। অবসরে বইয়ের সাথে থাকুন। ------------------------------------------------------------------- কার্যালয় শুনই প্রগতি পাঠাগার গ্রাম: শুনই দশভাগিয়া, ডাকঘর: শুনই বড়বাড়ি উপজেলা: আটপাড়া জেলা: নেত্রকোনা-২৪৭০ ই-মেইল : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।