আমাদের কথা খুঁজে নিন

   

চুল সাদা হবার কারন কি কেউ জানেন???চুল সাদা হওয়ার রহস্য......

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। জার্মানির একদল গবেষক অবশেষে আবিষ্কার করল মানুষের চুল সাদা হয়ে যাওয়ার কারণ। তাঁরা বলছেন, মানুষের চুল শুধু বয়স বৃদ্ধির জন্যই সাদা হয় না বরং জৈব প্রক্রিয়ায় প্রাকৃতিক হাউড্রোজেন পার-অক্সাইড এর জন্য সাদা হয়ে থাকে। আপনি চাইলে এখন থেকে বলতে পারেন, আপনার চুল সাদা হয়নি বরং আপনি চুলের রং সাদা করেছেন৷ ‘ফেডারেশন অব আমেরিকান সোসাইটিস ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি' পত্রিকায় সর্বপ্রথম এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

জার্মানির মাইনস বিশ্ববিদ্যালয়ের জৈবপদার্থ ইন্সটিটিউটের অধ্যাপক ড. হাইন্স ডেক্যার বলেছেন, এখন আমরা চুল সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়ার সুনির্দিষ্ট আণবিক কাঠামো সম্পর্কে জানতে পেরেছি। এই পুরো প্রক্রিয়াটির জন্য দায়ী হাইড্রোজেন পার-অক্সাইড নামক যৌগ । যাকে আমরা ব্লিচিং বা ধূসরকারী পদার্থ বলে জানি। তিনি আরো বলেন, বয়স বাড়ার সাথে সাথে চুলের গোড়ায় হাইড্রোজেন পার-অক্সাইড আরো বেশি পরিমাণে উৎপন্ন হতে থাকে এবং এর ফলে মেলানিন নামক রঞ্জক পদার্থের সংশ্লেষণ বাধাগ্রস্ত করে। ড. ডেক্যার লক্ষ্য করেছেন, হাইড্রোজেন পার-অক্সাইড কেবল দেহের জৈবিক প্রক্রিয়াকে পরিবর্তন করে মেলানিনের উৎপাদন ব্যাহত করেনা একইসাথে এটা ধ্বংসপ্রাপ্ত প্রোটিনের ক্ষতিপূরণে প্রয়োজনীয় জৈবরস নির্গমনেও বাধা সৃষ্টি করে৷ এর ফলে জৈব প্রক্রিয়ায় এমন কিছু ঘটনা ঘটে যা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সর্বত্র রঞ্জন পদার্থের মাত্রা কমাতে থাকে।

ড. ডেক্যার মনে করেন, এই গবেষণার ফলে শীঘ্রই অল্প বয়সে ও চর্ম রসের বিকৃতির কারণে চুল সাদা হয়ে যাওয়ার চিকিৎসা আবিষ্কার করা সহজতর হবে। সুত্র: ইন্টারনেট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।