আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের যতকিছু..................

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ আজকে আমার জন্মদিন........... ছোট্টবেলার জন্মদিনগুলো বেশ মজার ছিল। আম্মু যতদিন বেঁচে ছিল তখন জন্মদিনগুলো বেশ দারুন হতো।

আম্মু মারা যাবার পর থেকে জন্মদিন গুলো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। আয়োজনের কোন কমতি থাকে না। তবুও কোথায় যেন কি নেই, সবকিছুর মাঝে শুন্যতা রয়ে যায়..................... ছোট্টবেলার জন্মদিন আসলেই ভোলা যায় না। জন্মদিনের এক, দের সপ্তাহ আগে থেকেই আম্মু আয়োজন শুরু করতো................. ছোটবেলা থেকেই প্রত্যেক জন্মদিনে আমার সাথে একটা আজব ঘটনা ঘটে................. জন্মদিনের দিন কোন এক বা একাধিক কারনে আমার মন খারাপ থাকে। তবে সেটা আমি কখনোই প্রকাশ করি না।

এবারও আমার মন খারাপ। কেন মন খারাপ তা বলবো না...................... যাকগে সেসব কথা। এবার মজার কথায় আসি................... জন্মদিনে গিফট পেতে আমি খুব ভালোবাসি। কোন আহামরি গিফটের আশা আমি করি না। যখন দেখি কেউ আমার জন্মদিনের কথা মনে রেখে আমার জন্য গিফট এনেছে, তাতেই আমি খুব খুশি হই ছোট্টবেলায় গিফটের ব্যাপারে অনেক তিরিং বিরিং করতাম তখন সারাদিন "গিফট কই? গিফট কই?" করে সারা বাসা মাথায় তুলতাম বড় হয়ে এব্যাপারে অবশ্য একটু ভদ্র হয়েছি তবে কাছের মানুষ গুলোকে ভীষন জ্বালাই এবার আমি একটা কান্ড করেছি।

আগে একটু ইতিহাস বলে নেই............... ছোটবেলায় জন্মদিন উপলক্ষে জন্মদিনের কয়েকদিন আগেই আম্মু আমার জন্য নতুন জামা কিনে রাখতো। আম্মু মারা যাবার পর কয়েকটা জন্মদিন পর্যন্ত আব্বু এই রেওয়াজ ধরে রেখেছিল। এরপর হয়তো কাজের চাপে বা অন্য কোন কারনে ভুলে গেছে। এবার আমি নিজেই আমার জন্মদিনের ড্রেস কিনেছি। এটা অবশ্য কিছুদিন আগে কিনেছিলাম।

হঠাৎ ভাবলাম এটা জন্মদিনে পড়বো। তাই এটার ভাঁজও খোলা হয় নি। যেভাবে প্যাকেট করা ছিল, সেভাবেই আছে................... জীবনের নতুন একটা বছরে পা দিলাম। একদিকে বয়স বাড়ছে, আরেকদিকে আয়ু কমছে................ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নগুলো পূরন করতে পারি আর বাকিটা জীবন সুখে-শান্তিতে থাকতে পারি.................. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।