আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ুথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি (YPD) এর ইমারজেন্সি রেস্কিউ টিম, সাধারন ব্লগার, অনলাইন এক্টিভিস্ট , সাংবাদিক, এবং অন্যান্য নাগরিক প্রতিনিধিদের নিয়ে বুধবার(অক্টোবর ০৩, ২০১২) থেকে রামুতে এবং তৎসংলগ্ন এলাকাতে একটি নাগরিক তদন্ত পরিচালনা

আমরা ইয়ুথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি (YPD) এর ইমারজেন্সি রেস্কিউ টিম, সাধারন ব্লগার, অনলাইন এক্টিভিস্ট , সাংবাদিক, এবং অন্যান্য নাগরিক প্রতিনিধিদের নিয়ে বুধবার(অক্টোবর ০৩, ২০১২) থেকে রামুতে এবং তৎসংলগ্ন এলাকাতে একটি নাগরিক তদন্ত পরিচালনা শুরু করব, যার উদ্দেশ্য হবে একদম ব্যক্তি পর্যায় থেকে তদন্ত শুরু করে এ পর্যন্ত সংখ্যালঘুদের উপরে ঘটে যাওয়া হামলাগুলোর পিছে দায়ীদের চিহ্নিত করা এবং তাদের অপরাধের প্রমান-আলামত সংগ্রহ করা। আমরা বিশ্বাস করি, ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের এবং সেই সাথে ধর্ম প্রদত্ত কর্তব্য সমুহ পালনের দায়ও আমাদের। আর বিবেকের সেই দায় মেটাতেই আমরা উদ্যোগী হয়েছি, ঘটে যাওয়া সেই ঘৃণিত হামলা গুলোর পিছনের কারন সমূহ উদ্ঘাটন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে। আমাদের এই কর্মসূচীর বিস্তারিত কিছু অংশ আছে। তবে প্রাথমিক পর্যায়ে আমরা যা করতে চাই, তা হলঃ ১।

আমরা রামুর হামলার স্বীকারএবং ক্ষতিগ্রস্তদের এবং সেই সাথে এলাকা বাসির সহযোগিতায় প্রকৃত দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে চিহ্নিত করতে চাই, এবং সেই সাথে তাদের অপরাধের প্রমান সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চাই। ২। এই সম্পূর্ণ ঘটনা নিয়ে আমরা একটি ডকুমেন্টারি তৈরি করব, যাতে ঘটনার পটভূমি, এর পিছনের ষড়যন্ত্র এবং সম্পূর্ণ ঘটনা দেশের সর্বসাধারণ জানতে পারে। ৩। আমাদের তদন্তে পাওয়া ফ্যক্টসমূহ নিয়ে আমরা তদন্ত শেষের পরে একটি সংবাদ সম্মেলন করা, একটি তদন্ত প্রতিবেদন পেশ করব এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পর্যায়ক্রমিক ভাবে কিছু কর্মসূচী হাতে নেওয়া এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা।

৪। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতামুলক কার্যক্রম এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলবার জন্য দেশ ব্যাপি সামাজিক আন্দোলন তৈরি করা। আমরা বিশ্বাস করি তরুণদের মধ্যেই শক্তি আছে অন্যায়ের প্রতিবাদের। আর তাই এখন থেকে দেশের যে কোন স্থানে, যে কোন সময়ে, যে কোন ধরনের দুর্যোগে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকব, কারন আমরা বাঙ্গালীরাই পারি ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এবং যে কোন ধরনের অন্যায় রুখতে। আর তাই, আমরা চাই, আমদের এই কর্মসূচীর প্রতিটি ধাপে আপনার শারিরিক অংশ গ্রহন, নৈতিক সমর্থন এবং প্রেরনা।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ ইম্রান হক সরকার; ০১৭১১৩২৩৩৪ মাহমুদুর রহমান মুনশি ০১৬৭৪৭৭৪৬৩ রাকিবুল বাসার- ০১৭২০৫৮৭৯৬৮ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।