আমাদের কথা খুঁজে নিন

   

যদি পারতাম

যদি পারতাম, তবে তোমার জন্যে রচনা করতাম ছায়া! উপেক্ষিত গ্রীষ্মের সাথে বাজি ধরতাম আদ্রতা ছোঁয়াব বলে দিগন্ত রেখায়! যদি পারতাম, তবে মৃত্যু দিতাম পৃথিবীর সব ধূসরতাকে! অরন্যের মতই আলোর স্বাদ নিতাম, আর মৃত্তিকা চিড়ে বের করতাম সব আপনজনদের! যদি পারতাম, তবে কর্ষিত জমিতে আবাদ করতাম পুষ্টিহীন সভ্যতার হৃদয়ের জন্য! শৃঙ্খলিত ঋতুতে মার্চপাচ ঘটাতাম, যেন বসন্ত শেষেই গ্রীষ্ম আসে। যদি পারতাম, তবে তোমার জন্যেই প্রশ্ন রাখতাম সৃষ্টিকর্তা কাছে, দেহ আর মনে যদি ভালোবাসা হয় তবে ঘৃণা কেন একা কথা কয়? যদি পারতাম, তবে সেই খানেই আমাদের খণ্ডিত ভালবাসার প্রকাশ দিতাম, আর প্রতিটি সত্য কবিতার মতই ধ্বনিত করতাম কেবল তোমার নাম! ------------------ শাওন সারথি২.৯৬৫  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।