আমাদের কথা খুঁজে নিন

   

দাঙ্গাকবলিত রামু ও কক্সবাজারে সেনাবাহিনী মোতায়েন : এএফপি

বাংলাদেশের কক্সবাজার জেলার বৌদ্ধ অধ্যুষিত এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সেনা কর্মকর্তার বরাত দিয়ে ঢাকা থেকে বার্তা সংস্থাটি জানিয়েছে, কক্সবাজার শহরে প্রায় ১,০০০ এবং নিকটস্থ রামু গ্রামে ৩০০ সেনা মোতায়েন করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, "আমরা বৌদ্ধ বিহার ও বৌদ্ধ এলাকাগুলোর নিরাপত্তায় নিয়োজিত হয়েছি। যেসব লোকের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে তাদের জন্য আমরা তাবু তৈরি করে দিয়েছি। সবকিছু স্বাভাবিক হয়ে আসছে।

" একজন বৌদ্ধ যুবক ইসলাম অবমাননা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর শনিবার মধ্যরাত থেকে রামু উপজেলার বিক্ষুব্ধ জনগণ বৌদ্ধ অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালায়। তাদের হামলায় কয়েকটি বৌদ্ধ বিহার ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তমকুমার নামক ওই বৌদ্ধ যুবক ফেইসবুকের পেইজে ইসলাম অবমাননাকর ছবি ট্যাগ করেছিল। ওই যুবকের মা ও এক আত্মীয়কে পুলিশ নিজ হেফাজতে রেখেছে। বৌদ্ধ এলাকাগুলোতে হামলার জন্য পুলিশ এ পর্যন্ত প্রায় ২০০ লোককে আটক করেছে।

এদের মধ্যে বাংলাদেশের সর্ববৃহত জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন-এর ২৫ জন শ্রমিক রয়েছেন। ওই কোম্পানির ডকইয়ার্ড আজ (সোমবার) বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর রোববার রামু পরিদর্শন করে বৌদ্ধ সম্প্রদায়ের জান-মাল রক্ষার আশ্বাস দিয়েছেন। তিনি তাদের 'ধ্বংসপ্রাপ্ত' বিহার ও ঘর-বাড়ি পুনর্নির্মাণ করে দেয়ারও প্রতিশ্রুতি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

তবে একজন বৌদ্ধ যুবকের হাতে ইসলাম অবমাননা সম্পর্কে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।