আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের মঙ্গলের জন্য গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় (সিআইএ) কাজ করতেন এমন এক ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে গোপন নজরদারি গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছেন বলে জানিয়েছেন। বিশ্ববাসীর মৌলিক অধিকার রক্ষার জন্য এটি করা হয়েছে বলে তার দাবি। খবর রয়টার্স ও এএপপি’র। হংকংয়ে লুকিয়ে থাকা এডওয়ার্ড স্নোডেনের (২৯) এ স্বীকারোক্তি তার পরিচয়সহ রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট ও ব্রিটেনের গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে। স্নোডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন ‘পিআরআইএসএম’ (প্রিজম) কর্মসূচি ফাঁসের আগে বিষয়টি নিয়ে তিনি অনেক সময় ধরে গভীর চিন্তাভাবনা করেছেন।

চিন্তাভাবনার পর যখন তিনি নিশ্চিত হয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের বিরুদ্ধে জবাবদিহিতাবিহীন গোয়েন্দাগিরি চালানোর একটি গোপন যন্ত্র তৈরি করছে, তখন তিনি এ কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি তার হাতে থাকা প্রিজম কর্মসূচির অতি গোপন নথিগুলো ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের হাতে তুলে দেন। গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে স্নোডেন বলেন, এ ধরনের কাজ যেখানে করা হয় সে সমাজে আমি বাস করতে চাই না। আমি যা বলব তার সবকিছুই রেকর্ড হয়ে যাবে এমন বিশ্বেও আমি বাস করতে চাই না। আমি সমর্থন করতে চাই বা যার অধীনে আমি বসবাস করতে চাই এটি সে ধরনের কোনো বিষয় না।

øোডেন বলেন, এনএসএ এমন একটি অবকাঠামো তৈরি করেছে তাতে প্রায় সব বিষয়েই নাক গলানোর সুযোগ পাবে তারা। এ সক্ষমতা মানুষের যোগাযোগ ব্যবস্থার বিশাল অংশকে কোনো বিশেষ নজরদারি ছাড়াই এনএসএ’র আওতার মধ্যে নিয়ে এসেছে। আমি যদি আপনার ই-মেইল দেখতে চাই বা আপনার স্ত্রীর ফোনালাপ শুনতে চাই, ইন্টারসেপ্ট ব্যবহার করে আমি এর সবই করতে পারব। আমি আপনার ই-মেইল, পাসওয়ার্ড, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড সবকিছু পেতে পারব। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রিজম নামক গোয়েন্দা কর্মসূচির আওতায় ভেরিজোন থেকে করা ফোন কলগুলো এবং গুগল ও ফেসবুকের মতো বিশ্বের শীর্ষ ইন্টারনেট কোম্পানিগুলোর তথ্য-উপাত্ত নজরদারি করছে, চলতি সপ্তাহে গার্ডিয়ান এ সংবাদ প্রকাশ করে।

সংবাদটি প্রকাশের পরপরই প্রিজম ও এনএসএ’র ব্যাপক আওতা নিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য এলাকায় বিতর্ক ছড়িয়ে পড়ে। সংবাদ প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, এনএসএ আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে। নিজের পরিচয় প্রকাশ ও গোপন পরিকল্পনা ফাঁসের বিষয়টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁস হওয়ার অন্যতম বড় ঘটনা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.