আমাদের কথা খুঁজে নিন

   

যে কোন মূল্যে অবরোধ সফল করা হবে: হেফাজত

হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করেছেন, প্রশাসন ও সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন স্থানে হেফাজতের কর্মীদের ঢাকায় আসতে বাধা দিচ্ছে। তা সত্ত্বেও যে কোন মূল্যে আগামীকাল রোববারের অবরোধ কর্মসূচি সফল করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা এ কথা বলেন। কাল রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি উপলক্ষে ও গণভবনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।


কালকের অবরোধ কর্মসূচিকে হেফাজতের কর্মীদের জায়নামাজ, তাসবীহ, মিসওয়াত ও শুকনো খাবার নিয়ে ফজরের নামাজের আগেই ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
তবে সাভারে ভবনধসের ঘটনায় সম্পৃক্ত লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস, উদ্ধার তত্পরতায় নিয়োজিত সব ধরনের যানবাহন, দেশি-বিদেশি পরিদর্শকদের গাড়িসহ এ ধরনের যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়। মানবিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তাঁদের যানবাহনে স্টিকার লাগানোর অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী বলেন, আগামীকাল বিকেল তিনটায় বায়তুল মোকাররমের উত্তর ফটকে তাঁরা সমাবেশ করার অনুমতি চেয়েছেন। প্রশাসন অনুমতি দেবে বলে তাঁরা আশা করছেন।

অনুমতি না দিলে পরিস্থিতির ওপর করণীয় নির্ভর করবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্যে ১৩ দফা মেনে নেওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। বরং এসব দাবির বিষয়ে কিছু বিভ্রান্তিকর কথা ও হেফাজতে ইসলামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য উঠে এসেছে। এতে অবরোধ কর্মসূচি স্থগিত করার কোনো উপাদান নেই বলে মনে করে হেফাজতে ইসলাম।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জুনায়েদ বাবু নগরী বলেন, দুই দলের মধ্যেকার যে কোনো ধরনের সংলাপে হেফাজতে ইসলামের কোন সমস্যা নেই।

কারণ তাঁদের দাবি অরাজনৈতিক, তাঁদের সংগঠনও অরাজনৈতিক।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেন, ক্ষমতা কেন্দ্রিক কোন রাজনৈতিক অভিলাষ তাঁদের নেই। এই আন্দোলনের মধ্য দিয়ে তাঁরা দেশে বা দেশের বাইরে কোন মহলকেই শত্রু বা মিত্র হিসেবে সাব্যস্ত করতে চান না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নেতা মুহিদ্দুল্লাহ বাবু নগরী, মুফতি ওয়াক্কাস, নূর হোসাইন কাশেমী, আব্দুল লতিফ নেজামী, জুনায়েদ আল হাবিব। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.