আমাদের কথা খুঁজে নিন

   

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ছয়টি অঞ্চলে গতকাল শুক্রবার দাবানলের সৃষ্টি হয়েছে। বাতাসের কারণে তা দ্রুত আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আজ শনিবার বিবিসি অনলাইন ও সিএনএনের খবরে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ফায়ার এজেন্সির বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ছয়টি এলাকায় সৃষ্ট এ দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন হাজারের বেশি সদস্য কাজ করছেন। দাবানলের কারণে প্রশান্ত মহাসাগর উপকূলের মহাসড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে দাবানলে। আরও চার হাজার বাড়ি হুমকির মুখে। দুই হাজার বাড়ি খালি করতে সেখানকার বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। চ্যানেল আইল্যান্ডে অবস্থিত ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। তবে দাবানলের কারণে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বসন্তকালীন এ দাবানল ক্যালিফোর্নিয়ার জনবহুল লস অ্যাঞ্জেলেস নগরের উত্তর-পশ্চিম উপকূলে পৌঁছেছে। এতে ওই এলাকার কয়েক হাজার ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।