আমাদের কথা খুঁজে নিন

   

"বৌদ্ধদের প্রচুর ঘরবাড়ি পুড়াইলে, জান্নাতে যাওয়া যাইবেক" এমন কথা কুরআনে নাই, হাদীসে নাই, এমনকি তালপাতাতেও লিখা নাই ।

Sometimes distance is required to feel the person more intensely.. দেখলাম কিছু “মুসলমান” বৌদ্ধদের মন্দির. মূর্তি সহ তাদের ধর্মীয জায়গা ও বস্তু সামগ্রীর উপর হামলা চালিয়েছে। কয়েকদিন আগে এই “মুসলমান”রাই মিছিল করেছিল মহানবী সা: এর ‌উপহাসে মুভি বানানোর বিরুদ্ধে। তাহলে তাদের মধ্যে আর সেই চলচ্চিত্র নির্মাতার মাঝে পার্থক্য থাকল কোথায়? এখন তো তাদের ও গ্রেফতার করে জামিন নাকচ করে জেলে পাঠানো উচিত। সম্ভবত: তারা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এহেন কর্ম করেছে। তাদের উদ্দেশ্যে বলি আমার স্বল্প জ্ঞানে যতটুকু জেনেছি ও বুঝেছি তা হল "বৌদ্ধদের মূর্তি ভাঙলে, উপাসনালয় ধ্বংস করলে, তাদের প্রচুর ঘরবাড়ি পোড়ালে, জান্নাতে যাওয়া যাবে" এমন কথা কুরআনে নাই, হাদীসে নাই, এমনকি তালপাতাতেও লিখা নাই । সুতরাং যারা করেছেন যদি তারা “মুসলমান” হয়ে থাকেন তবে তারা অবশ্যই ধর্মীয় বিধান বহির্ভুত কাজ করেছেন ।এর দায়িত্ব বাংলাদেশের সাধারণ মুসলমান সহ কোন মুসলমান ই নেবে না এবং আপনাদের সাম্প্রদায়িকতার প্রতি শুধুই ঘৃণা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.