আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তক ছন্দে মান্যবরের কীর্তন : শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। সমাজ গড়াবার জন্য তুমি মুখে তুলছো ফেনা অথচ ঘরে তোমার স্ত্রী বেগানা দেশ গড়াবার জন্য কোমর বেঁধে দিচ্ছো দীর্ঘ ভাষণ অথচ পুত্র তোমার করে বেড়ায় সুন্দরী ধর্ষণ মানুষ ভালো বানাতে করছো প্রাণান্ত প্রচেষ্টা অথচ তোমার নিজের ঘুষের বড় তেষ্টা মানুষকে বলছো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন অথচ সকাল দশটায় আসে তোমার ঘুমের ভাঙন মানুষের ঘরে ঘরে খেয়ে বেড়াও দাওয়াত নিজে একটি টাকাও করোনা দান খয়রাত নিজের ঘরে নেই তোমার নিয়ন্ত্রণ অথচ সমাজে তুমি এখন বিদগ্ধজন। নিসর্গ : ঢাকা ১১.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।