আমাদের কথা খুঁজে নিন

   

চুড়ির মায়া

কি আজব বাস্তবতা, কেউ এখন আর আঁচল টেনে ধরেনা, কারোও হাতের কঠর আঁচড়ে চুড়িগুলো ভেঙ্গে পড়েনা, কারোও অধিকারে আমি কপালে টিপ পড়িনা,নুপুর পড়ে আজ আর ছুটোছুটি করিনা ,বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত... আঁচল কোমড়ে বেঁধে রান্না করি না কারো জন্য, ছুটির দিনে লাল শাড়ি দেহে মাতাল করি না আজ কাওকে, সকালের সূর্য আসে-তার চোখের ঘুম ভাঙ্গাতে,আমি পারি না আজ সেই আলোটুকু আঁচলে ঢাকতে,  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।