আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান্ডমাস্টার [সমাজ পুনর্পাঠঃ প্রথম বর্ষ, প্রথম সংখ্যায় প্রকাশিত]

"জল যে পথে যায় রক্ত সে পথে যায় না, কেননা রক্ত জলের চাইতে গাঢ় এবং ঘন।" [আহমদ ছফা] ওদিকে খলখল হাসছে তরল-তরল যুবতীরা জোয়ান জোয়ান ছেলেগুলো ব্যস্ত তাদের পর্যবেক্ষণে বিয়েবাড়ি, ঘেমে অস্থির বুড়ো-বুড়ির দল কন্যার বাপ-কাকারা ব্যস্ত অতিথি আপ্যায়নে একদিকে হাস্যজ্জ্বল বর, আর একদিকে ক্রন্দনরত কনে। গনগনে চুলোয় চেপেছে সুখাদ্য সবাই ব্যস্ত নিজ নিজ প্রয়োজনে আনন্দে মত্ত, আনন্দের বেলায় কেউ সত্যই, কেউবা জীবিকার প্রয়োজনে। বৃদ্ধ ব্যান্ডমাস্টার, কন্যাদায়গ্রস্থ পিতা অন্যের মেয়ের বিয়ের আয়োজনে বাজিয়ে চলেছে সে, "মালকা বানুর দেশে..." এক অদ্ভুত যান্ত্রিক দক্ষতায় এক ঘণ্টা, দুই ঘণ্টা, সারাদিন একমনে। নিয়তির কী প্রসহন! ঘরে তার আইবুড়ো মেয়ে, অসুস্থ স্ত্রী ছেলেটা বছর হল জেলে অথচ, নিষ্ঠুর সময়, জীবনের শেষে, রং করা বেশে, জোর করে হেসে, বাজাতেই হয়, নিরন্তর, যান্ত্রিক দক্ষতায় "মালকা বানুর দেশে....." (পত্রিকায় কোনো লেখার লেখকের নাম প্রকাশ করা হয় নাই। এখানেও করা হল না।) সমাজ পুনর্পাঠ সভার সাথে যোগাযোগঃ 01683347991 01720960800

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।