আমাদের কথা খুঁজে নিন

   

টকশোতে মিথ্যাচার, অপদার্থ রাজনীতিক আতপর গণতন্ত্র....

খুব খারপ লাগে যখন দেখি কেউ মিথ্যাচার করছেন। আরো খারাপ লাগে যখন দেখি এই মিথ্যাচার বা ভুল তথ্য দিয়ে গনগণকে বোকাবানানোর চেষ্টা করা হয়, আরো বিমর্ষবোধ করি যখন এই কাজটি করেন একজন রাজনীতিক তাও আবার যেখানে সেখানে না টেলিভিশনের লাইভ টকশোতে এবং যিনি বলছেন তিনি শুধু রাজনীতিক নন তিনি আবার জাতীয় সংসদ সদস্য। আমার প্রশ্ন হলো একজন সাংসদ কি করে এই মিথ্যাচার করেন? শুধু কি দলীয় প্রধানের আনুকল্য লাভের আশায়....। ভাবতে পারি না। এবার বলি অসত্য ভাষনটি কি? " বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু ঋণ চুক্তু পূর্ণবিবেচনার আমনন্ত্রণ নাকি সরকার করেনি।

বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা তাই নিজ থেকেই বিশ্ব ব্যাংক এই সেতুতে ঋণ দিতে ফিরে এসেছে"। এবার আপনারায় বলুন এটি সত্য না মিথ্যা। আর এই কথাটি বলেছন বর্তমান সরকার দলীয় একজন এমপি জনাবা অপু উকিল। তিনি আবার যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। নেত্রী বটে তিনি।

কখন কোথায় বলেছেন ? গতকাল রাতে আরটিভতে ''আওয়ার ডেমোক্রসি" নামক একটি লাইভ টকশোতে। জনাবা সংসদ সদস্যা আমরা জানি আপনারা একটু বেশি বলেন তাই বলে যখন তখন যা তা বলে জনগণ মানে আমাদেরকে বোকা বানাবেন তা কি হয়! প্লিজ নেত্রী এই সমস্থ মিথ্যাচার আর নোংরামি ছাড়ুন। দলীয় প্রধানের পদলেহনমুলক রাজনীতি ছেড় গণমানুষের রাজনীতি করুন তা না হলে আপনাদের দিন শেষ হতে চলেছ। হয় নিজেকে শূধরে নিন নচেত পালাবার পথ পাবেন না। জনগণের পায়ে পিষ্ঠ হয়ে মাটিতে মিশে যাবার সম্ভাবনা আছে।

। সত্যের জয় অনিবার্য। আর যা সত্য তাই সুন্দর। জনাবা অপু উকিল আপনাকে বলছি আয়নায় নিজের চহারা একবার দেখুন আর মনে ভাবতে থাকুন কি বলছেন...। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.