আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক বাগ কেন্দ্রিক এই ভয়াবহ সমস্যায় পোস্ট না দিয়ে থাকা গেল-অতিশয় জরুরী পোস্ট

যে মুখ নিয়ত পালায়......। । কাল পরীক্ষা। খেলা টেলা দেখে আমি ভয়াবহ ব্যস্ততা কাটিয়ে এই মুহুর্তে পড়তে যাবো। তখনি ব্যাপারটা চোখে পড়ল।

থমসন রয়টার্স এর এডিটরের কল্যাণে। ফেসবুকে ইদানীং একটি নতুন বাগের সৃষ্টি হয়েছে। ২০০৭ থেকে ২০০৯ এর ইউজার ইনবক্স মেসেজ গুলো টাইম লাইনে দেখাচ্ছে। বিভিন্ন দেশ থেকে এরকম রিপোর্ট আসছে। রিপোর্ট যাচ্ছে ফেসবুকে।

কিন্তু ফেসবুক মানতে নারাজ। এরকম কিছু হচ্ছে না তাদের মত। যেমন একটি স্ক্রিন শট। এক ইউজারের প্রাইভেট মেসেজ টাইমলাইনে দেখাচ্ছেঃ এই দেখেই সন্তুষ্ট হওয়া যায় না। নিজের প্রোফাইল চেক করলাম।

একটা মেসেজ পাওয়া গেল। যেটা ইনবক্সে দেয়া কিন্তু টাইমলাইনে দেখাচ্ছে। বড়ই বিচলিত হয়ে আরো কিছু চেক করলাম। ফ্রসবুকে প্রথম জীবনের হাবিজাবি অনেক স্ট্যাটাস। তার মাঝে আবার ৪০% দার্শনিক আর ৩০% রোমান্টিক!! এয়ত রোমান্টিক স্ট্যাটাস আধিক্য নিজের মনেই সন্দেহ সৃষ্টি করে দিল।

তাইলে কি ওইসময় কোন ইয়ে যাইহোক ব্যাপার না। পুরনো টাইমলাইন ঘেটে অনেক কিছু জানলাম, বুঝলাম। নিজেকে চেনাও গেল কিছুটা। কিছু কমেন্টে হাসলাম শব্দ করে,কিছু শব্দ, বাক্য হয়ে উঠল বিষাদময়, বন্ধুবান্ধব দের অনেকেই এখন একসাথে নেই। ব্যস্ত ভিন্ন ভিন্ন জায়গায়।

তাহলে আপনিও চেক করে দেখে ফেলুন আপনার ফেসবুক টাইমলাইন। অযাচিত কিছু বেরিয়ে পড়লে ইচ্ছে হল প্রদর্শন করুন,হাইড করুন, রিমুভ করুন। প্রাইভেসি বলে কথা! ক্যামনে কি করবেন- স্টেপ বাই স্টেপঃ প্রথমে দেখুন পাবলিকলি আপনার টাইমলাইন কীভাবে দেখা যায়। এটা দেখতে আপনাকে টাইমলাইনে কভার পেজে ডানদিকে নিচে একটিভিটি লগের পাশের এরো চিহ্ন তে ক্লিক করে ভিউ এজ এ যেতে হবে। জাতির উদ্দেশ্যে স্ক্রিন শটঃ এখন আপনি স্ক্রল করে ওয়ান বাই ওয়ান চেক করতে পারেন।

(যেইটা আমি জিন্দেগীতে করার পক্ষপাতি না। এর চে আমার ফেবুর ভিতর বাহির অন্তরে অন্তরে যা আছে তা পাবলিক হয়ে যাক,আপত্তি নেই)। ওয়ান বাই ওয়ান চেক না করে অথবা আপনি যদি মনে করেন একসাথে সব অল্ড পোস্ট লিমিট করবেন তাহলে প্রাইভেসি সেটিং এ যান। সেখান থেকে লিমিট ওডিয়েন্স ফর পাস্ট পোস্ট থেকে লিমিট পোস্ট ভিজিবিলিটি তে যান। তারপর অল্ড পোস্ট লিমিট করে কনফার্ম করেন।

এরপর যান- টাইমলাইন এন্ড ট্যাগিং এ। গিয়া ১,২ ও ৪ এরকম ফ্রেন্ড সেট করেন। অথবা অন্য যে কোন ভাবে। যা আপনার ভাল্লাগে। স্টোরি ভিত্তিক ও হাইড অপশন আছে টাইমলাইনে।

ধরেন একসাথে এক ঝান বন্ধু বান্ধব আপনারে কোন এক কালে গালি দিয়েছিল। তা একসাথে হাইড করতে পারেন এভাবে। এগুলো তেও যদি আপনার প্রাইভেসি রক্ষা করা না যায়, তাহলে একেবারে লাস্ট ব্যবস্থা ফায়ারফক্সের এড ওন ফেবু স্ক্র্যাব্বার । এটা ব্যবহার করতে আপনার জি মাংকি লাগবেGreasemonkey লাগবে। আমি এডন টা ব্যবহার করি নি।

বলতে পারব না কীরকম। তবে ফেসবুকের সব গ্রুপ এক ক্লিকে লিভ করার জন্য এরকম একটি এডন ব্যবহার করেছিলাম। সেটাও জিমাংকি স্ক্রিপ্ট। আমার ধারনা এটাও সেরকম হবে। এই সুযোগে কেউ অন্যের টাইমলাইনে খোঁজ দ্য সার্চ চালাইয়েন না আবার।

জগত বড়ই ভয়াবহ জায়গা। এখানে অন্যের ক্ষতি করতে গেলে কোনদিক দিয়ে নিজের ই কি হয়ে যাবে টের ও পাইবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.