আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক আলোচ্য বিষয়ে আমার কিছু কথা

। ''দ্যা ইনোসেন্স অব মুসলিমস'' ছবিটি তৈরী ও প্রকাশ করার কারণে সরকার অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই সাহসে ইসলামী দলগুলোর পাশাপাশি বিভিন্ন ধর্মান্ধরা বিভিন্ন মুক্ত চিন্তার ব্লগগুলো বন্ধ করার বিভিন্ন চেষ্টা করে ব্লগারদের বাক শক্তি কেড়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ফেইসবুকের অনেকে ফেইসবুকেও অনেক কিছু করে বেড়াচ্ছে এই নিয়ে। সাধারণ মানুষ তো দূরের কথা, যে ইসলামী দলগুলো এই নিয়ে এত কিছু করছে, সেই দলগুলোর অধিকাংশ নেতারাও ''দ্যা ইনোসেন্স অব মুসলিমস'' ছবিটি সম্পর্ক ভালোভাবে জানা তো দূরের কথা, ছবিটি দেখেও নি।

ঠিক তেমনি এই ইসলামী দলগুলো এবং ফেইসবুকের এই টাইপের মানুষেরা ব্লগ সম্পর্ক জানা তো দূরের কথা, কখনোও ভুল করেও কোন ব্লগে প্রবেশ করে নি। তারপরেও একটি বিষয় না জেনে, তারা এত চিল্লাচিল্লি শুরু করেছে। সরকারের এত কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে, এত ঢাক-ঢোল বাজানোর কারণে সবাই এই বিষয়ে মোটামুটি ধারণা পেয়ে গেছে। আমি মনে করি নিজের ধর্ম নিয়ে কেউ বা কারা ব্যঙ্গ করলে, সেটা প্রকাশের চেয়ে চেপে যাওয়া অনেক ভালো। কারণ এটা একটা অত্যন্ত লজ্জার বিষয়।

ইসলাম ধর্মকে ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মগুলোকে নিয়ে এত টানাটানি করা হয় নি। বাঙালীদের অনেক খারাপ স্বভাবের মধ্যে একটি স্বভাব হলো, বাঙালীরা কোন কিছু ভালো করে না দেখে, ভালো করে না বুঝে, শুধু কোন কথা শুনেই মনে প্রানে বিশ্বাস করে। পুরোটা চিলে কান নিয়ে যাওয়ার ঘটনার মতো। এই ঘটনাটি কম-বেশী অনেকের জানা। তবুও আমরা বাঙালীরা এই ঘটনা থেকে জ্ঞান অর্জন করে, আমাদের স্বভাবটিকে আজও পরিবর্তন করতে পারি নি।

এখনও সময় আছে। আমাদের এই খারাপ স্বভাবটি দ্রুত পরিবর্তন করা খুবই জরুরি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.