আমাদের কথা খুঁজে নিন

   

একদেশে ছিলো এক রাজা.........

আমার ২ বছর বয়সের ছোট্ট মামনি প্রায়ই আমাকে গল্প শোনায়। গল্পটা হচ্ছে ."একদেশে ছিলো এক রাজা........."। গল্পটা প্রতিদিন একানেই শুরু এখানেই শেষ। আমার ছেলে মাঝেমাঝে ক্ষেপে যায় বলে একদেশে ছিলো এক রাজা.........এই টুকুতো অনেক দিন শুনলাম এরপর কি তাই বল। নাহলে তোর আজ খবরই আছে। আমার মামনি আবার গল্প বলা শুরু করে "একদেশে ছিলো এক রাজা........."। এই যন্ত্রনাময় জীবনে কিছু ছোটোছোটো ঘটনা কিছু আনন্দ দেয়। হ্য়তো সবার কাছে খুবই সাধারন, কিন্তু আমার কাছে আসাধারন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।