আমাদের কথা খুঁজে নিন

   

গলফ খেলে দৈনিক গড়ে ১ কোটি ৭১ লাখ টাকা, খেলাধুলা করে দুনিয়ায় গতবছর সবচাইতে বেশি টাকা আয়কারী খেলোয়ার

উপরের এই বাড়ীটা আমেরিকার সবচাইতে দামি বিক্রয়যোগ্য বাড়ী। এখানে জমি আছে ১৫০ বিঘা, আছে দুখানা দ্বীপ আর ভিক্টোরিয়ান যুগের এবং ভিক্টোরিয়ান স্টাইলের ১৩,৫০০ বর্গফুটের একখান চমৎকার প্রাসাদ আর প্রচুর গাছ। দাম মাত্র ১৫০ মিলিয়ন ডলার। মাত্তর ১২০০ কোটি টাকা! বিশ্বাস করুন আর নাই করুন এই দামটা বাংলাদেশের ঢাকার তুলনায় পানির দাম। এই সাইজের এরকম একটা বাড়ী ঢাকায় থাকার কোন চান্সই নেই, থাকলে দাম হত ২২৫০০ কোটি টাকা (গুলশানে খালি জমিই প্রতি বিঘা ১৫০ কোটি টাকা)!! উপরে একটু শিবের গীত গাওয়া হয়ে গেল তবে নীচের খেলোয়ারদের অনেকেই এটা কিনতে পারে।

আসুন এবার প্রচুর অর্থ উপার্জনকারী খেলোয়ারদের খবর নেই। উপরের ইনি গত এক বছরে দুনিয়ায় সবচাইতে বেশী প্রায় ৭৮.১ মিলিয়ন ডলার আয় কেরেছেন। নাম টাইগার উডস, তিনি গলফ খেলেন, বাড়ী আমেরিকাতে। প্রতি ডলার ৮০ টাকা হারে উনি এক বছরে কামিয়েছেন প্রায় সোয়া ছ'শ কোটি টাকা! ২। টাকা কামাইতে দুনম্বরে আছেন সুইশ নাগরিক রজার ফেদেরার, কামিয়েছেন গত এক বছরে ৭১.৫ মিলিয়ন ডলার, টেনিস খেলেন।

৩। দেখেই বোঝা যাচ্ছে ইনি বাস্কেটবল খেলেন, আয় করেছেন গত ১ বছরে ৬১.৯ মিলিয়ন ডলার, আর বাড়ী আমেরিকায়। ৪. লেব্রন জেমস আছেন ৪ নম্বরে, বাড়ী আমেরিকাতে, খেলেন বাস্কেটবল, আয় করেছেন ৫৯.৮ মিলিয়ন ডলার। ৫। পাচ নম্বরে আছেন আর্নল্ড রজার্স, মার্কিন নাগরিক, ফুটবল খেলেন, গত বছর কামাই করেছেন ৪৯ মিলিয়ন ডলার।

৭। সাত নম্বরে আছেন ফিল মিকেলসন গত বছর গলফ খেলে আয় করেছেন ৪৮.৭ মিলিয়ন ডলার, বাড়ী আমেরকিাতে। ৮. আট নম্বরে আছেন বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যাম, গত বছর আয় করেছেন ৪৭.২ মিলিয়ন ডলার, আমেরিকা বৃটেন দুজায়গাতেই থাকেন। ৯। নয় নম্বর হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আয় করেছেন ৪৪ মিলিয়ন ডলার, বাড়ী পর্তুগাল, থাকেন মাদ্রিদ, স্পেনে।

১০। এবার দশ নম্বরী, ফুটবলার লিওনেল মেসী, আয় করেছেন গত বছর ৪১.৩ মিলিয়ন ডলার। বাড়ী আর্জেন্টীনা, খেলেন মাদ্রিদ, স্পেনে। ১৬। সুইট সিক্সটিনে আছেন দুনিয়ার সবচাইতে ধনী ক্রিকেট দলের অধিনায়ক, অসাধারণ খেলোয়ার ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনী, গত বছর আয় করেছেন ৩১.৫ মিলিয়ন ডলার।

২২. এবার বাইশ নম্বরে আসলেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা, টেনিস খেলে গত এক বছরে আয় করেছেন ২৯ মিলিয়ন ডলার, থাকেন আমেরিকাতে। ৫১। প্রথমেই খেয়াল করুন ওটা একান্ন নম্বর, হ্যা এবার আসলেন ক্রিকেটের বিস্ময় ভারতীয় ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার, গত বছর আয় করেছেন ২২ মিলিয়ন ডলার। মাঝখানের বাদ দেয়া নাম গুলো একেবারেই অপরিচিত মুখ তাই দিইনি। ধন্যবাদ।

সুত্র: Click This Link ফর্বস এর সাইট, খেলোয়ারদের আয়। Click This Link বাড়ীটার খবর, এমএসএন ডট কম।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।