আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষীয়ান সাংবাদিক আতাউস সামাদের জটিল অপারেশন : দেশবাসীর দোয়া কামনা

আতাউর রহমান কাবুল প্রখ্যাত সাংবাদিক দৈনিক আমার দেশ-এর উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদের শারীরিক অবস্থা গুরুতর অবনতি হয়েছে। এ রিপোর্ট লেখার সময় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তার জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিত্সরা জানিয়েছেন, হার্ট, কিডনি ও পা ঠিকভাবে কাজ না করায় এবং ডায়াবেটিক থাকায় তার জটিল ভাসকুলার অস্ত্রোপচার করতে হচ্ছে। এটি করতে বেশ কয়েক ঘণ্টা সময়ও লাগবে। এদিকে আতাউস সামাদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

আতাউস সামাদকে গতকাল রাতে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নেয়ার কথা ছিল। কিন্তু ৪ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে না বলে সিঙ্গাপুরের ডাক্তাররা অস্ত্রোপচারটি ঢাকাতেই করার নির্দেশনা দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অবস্থার দ্রুত অবনতি হলে আতাউস সামাদকে রোববার সন্ধ্যায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রবীণ এ সাংবাদিক কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আমার দৃষ্টিতে এক কথায়, তিনি চমৎকার একজন মানুষ।

কারো বিপদেই তিনি চুপচাপ থাকতেন না। তিনি বরাবরই ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তার পর্যবেক্ষন ও চিন্তা চেতনা আমাদের জন্য বিরাট পাওয়া। বিবিসি খ্যাত এই সাংবাদিক জীবনে বহু নির্যাতন সহ্য করেছেন। এরশাদ আমলে আতাউস সামাদ অনেক নির্যাতন ভোগ করেছেন।

সাংবাদিকদের ন্যায্য দাবী দাওয়ার প্রতি তার সব সময় সমর্থন ছিল। এমন অনেক উদাহর আজ সামনে হাজির যে, আমার অনেক সমস্যাতে তিনি সরাসরি সহযোগীতা করেছেন। পারিবারিক সমস্যায় পড়লেও গভীর রাতে তিনি ঢাকা থেকে পঞ্চগড়ে খোঁজ নিয়ে আমার গ্রামের বাড়ীর সমস্যার সমাধান করেছেন। কয়েকদিন আগেও স্যারের সাথে বাসায় পুরো বিকাল আড্ডা দিয়েছি। স্যার! আপনাকে আল্লাহ নিশ্চয় সহযোগীতা করবেন।

আপনি নিশ্চয় সুস্থ্য হয়ে উঠবেন। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.