আমাদের কথা খুঁজে নিন

   

বিশাল একটা দেশের প্রতিটা মানুষ কিভাবে প্রতিটা কথার সাথে হাসতে পার?

অপ্রতিরোধ্য তুমি, তোমার যখন আছে স্বকীয়তা চুরাশি টা হাতির বাচ্চা পাশাপাশি রাখলে কেমন লাগবে দেখতে কারো কি কোনো ধারনা আছে ? আচ্ছা বাদ দিন, একবার চোখ বন্ধ করে ভাবুন তো বাংলাদেশের ঠিক অর্ধ্যেক আয়তনের জায়গায় প্রায় ছয় হাজারের মতো হাতি ঘুরাঘুরি করছে ! আমি অতি ক্ষুদ্র মানুষ। এতো বড় বড় প্রানী হেলে দুলে চলছে দেখে আমি অভ্যস্ত না। আমার দৌড় মুরগীর বাচ্চার দৌড়াদৌড়ি দেখা পর্যন্তই। এক বিকেলে আমি অফিসের ছাদে বসে বাচ্চাদের খেলাধুলা দেখছি। হঠাত করে আমার সামনে কালো কালো বানরের বাচ্চার মতো দুইটা বাচ্চা লাফিয়ে পড়লো।

আমি চমকে ঊঠার ভাব করলাম। বাচ্চারা চমকে ঊঠা দেখতে চাচ্ছে তাই চমকে উঠার ভাব করার বাধ্যতামূলক। তারা বুঝতে পারছে না যে তাদের গায়ের রঙ আমার গায়ের রঙ প্রায় কাছাকাছি। চমকে উঠার কোনও কারন নাই। তাদের হাতের আইপ্যাড থেকে বিচিত্র শব্দ বের হচ্ছে।

আমি অতি আগ্রহে তাদের ভিডিওটি দেখতে চাইলাম। ভিডিও দেখে আমি হতভম্ব ! পাড়ার গলির মতো এলাকা দিয়ে সারি সারি হাতি যাচ্ছে। এতো হাতি আমি এক সাথে সিনেমাতেও দেখি নাই। আমি জিজ্ঞেস করলাম -এটি তোমরা পেলে কোথায় ? তারা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লো- "এটা আমদের বাসার জানালা থেকে ভিডিও করেছি। হাতিগুলিকে বনে নিয়ে ছেড়ে দেওয়া হবে।

এটি তারি ভিডিও। প্রায়ই আমরা এই ভিডিও করি । আমরা থাকি শ্রীলংকায়! “ সেই প্রথম শ্রীলংকার কোনো মানুষের সাথে আমার পরিচয় ! এর পর কয়েক বছরে অনেক শ্রীলংকান মানুষের সাথে আমার পরিচয় হয়েছে । একটা দেশে বিচিত্র রকমের মানুষ থাকে। সেই অর্থে শ্রীলংকা আমার মনে হয় খুবই বোরিং দেশ।

বিশাল একটা দেশের প্রতিটা মানুষ কিভাবে প্রতিটা কথার সাথে হাসতে পারে , এটা আমার একদম জানা নেই? এই একটি দেশের মানুষের সাথে আমি যতবারি কথা বলি ততোবারি আমার মনে হয়- মানুষ এতো ভালো হয় কিভাবে? মানুষ এতো হাসিখুশি থেকে কিভাবে ? কেঊ কি জানেন প্রিয় বন্ধু শুভ্র' র লিখা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.