আমাদের কথা খুঁজে নিন

   

লোক সংগীত আমাদের সংগীতের শিকড় - লোক সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়

২০৫৫ সালের মানব সম্প্রদায়ের সেরা ব্লগার হলেন " ঢেঁড়স দা লেডিস ফিঙ্গার " ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের আমার এ দেশ সব মানুষের, সব মানুষের। । বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায় এর গাওয়া একটি জনপ্রিয় গানের কয়কেটি লাইন । সাধারণত তিনি উত্তরবঙ্গের প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের একজন জনপ্রিয় শিল্পী। বেতার, টেলিভিশন, মঞ্চ এবং সিনেমায় ভাওয়াইয়া গান পরিবেশন করে তিনি ভাওয়াইয়া গানকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন।

উনি ভজন, কীর্তন, শ্যামা সংগীত ও মুর্শিদীও গাইতেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করতেন। সেই সময় তার গাওয়া গানের মধ্যে “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে”, “নোঙ্গর তোল তোল সময় যে হল হল”, “রক্ত দিয়ে নাম লিখেছি” উল্লেখযোগ্য যা মুক্তিযুদ্ধাদের অনুপ্রেরনা যুগিয়েছিল। ১৯৪৯ সালে নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামে এই গুনী শিল্পী জন্মগ্রহণ করেন। তার পিতা হরলাল রায় ছিলেন ভাওয়াইয়া গানের প্রথম সারির গীতিকার ও সুরকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ।

তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন এবং বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম গ্রহণ করেন। এরপর তিনি ওস্তাদ পি. সি গমেজের কাছে সঙ্গীতে তালিম নেন। আট বছর বয়সে তিনি বেতারে ও তের বছর বয়সে টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেন। রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

তিনি দুবার ১৯৭৯ ও ১৯৮১ সালে ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন পুরস্কারে ভূষিত হন, ১৯৭৩ সালে পূর্ব জার্মানি’র বিশ্ব যুব উৎসবে জনপ্রিয় সংগীত এবং ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেন। ভাওয়াইয়া সংগীত কে জনপ্রিয় করে তোলার জন্য উনি রংপুরে ২০০২ সালে “ভাওয়াইয়া একাডেমী” প্রতিষ্ঠিত করেন। বর্তমানে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট এর শাখা আছে। এই একাডেমীর উদ্দেশ্য অল্প বয়স্ক ছেলেমেয়েদের ভাওয়াইয়া গান শিক্ষা এবং সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে ভাওয়াইয়া গানের প্রচার করা। এছাড়াও ভাওয়াইয়া সংগীত এর দিক নির্দেশনা মুলক গবেষনাধর্মী প্রকাশনার পরিকল্পনাও রয়েছে।

তার উল্লেখযোগ্য কিছু গানঃ ১। আমারই দেশ সব মানুষের ২। তুমি আরেকবার আসিয়া ৩। হিরামতি হিরামতি ও হিরামতি ৪। সবাই বলে বয়স বাড়ে ৫।

ও ভাই খাটি সোনার চেয়ে ৬। জন্ম যাদের একাত্তরের পরে ৭। নেতার নেতা হইছে শেখের বেটা ৮। বাউকুমটা বাতাস যেমন ৯। কি বলিব সোনার চান রে ১০।

ওই আমি পাগল হবো সুত্র ও ছবিঃ ইন্টারনেট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।