আমাদের কথা খুঁজে নিন

   

মূত্রথলির ক্যান্সার, হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রমনি, অল্পের জন্য স্ত্রীর রক্ষা

মিট রমনির রয়েছে মূত্রথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি। রয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। তারপরও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যথেষ্ট সুস্থ। এমন রিপোর্ট দিয়েছেন তার চিকিৎসক র‌্যান্ডাল ডি. গাজ। তিনি বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ডাক্তার।

মিট রমনি এলকোহল মিশ্রিত পানীয় পান করেন না বলে তিনি তার প্রশংসাও করেছেন। একই সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানও যথেষ্ট সুস্থ বলে দাবি করা হয়েছে। ওদিকে যেকোন সময় প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যগত রিপোর্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। গত বছর প্রকাশিত বার্ষিক রিপোর্টে তাকে চমৎকার স্বাস্থ্যের অধিকারী হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ধূমপান ত্যাগ করায় প্রশংসা করা হয়।

ওদিকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তার স্ত্রী অ্যান রমনি। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যানজেলেসে যাচ্ছিলেন বিমানে। কিন্তু উড্ডয়নের বেশ কিছুটা পরে ওই বিমানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। অ্যান রমনিসহ অন্যদের কেবিনগুলো তখন ধোঁয়ায় অন্ধকার। এমন অবস্থায় ওই বিমানকে গতকাল স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কলোরাডোতে জরুরি অবতরণ করতে হয়।

বিমানে যখন এ ঘটনা তখন তা মাটি থেকে ৪০ হাজার ফুট উপরে। অ্যান রমনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হওয়ার দৌড়ে রয়েছেন। তাকে বহনকারী বিমানে যখন এই অবস্থা তখন বিমান ক্রু ও সংশ্লিষ্টদের তো মাথা খারাপ হওয়ার যোগাড়। বিমান ক্রুরা সঙ্গে সঙ্গে অ্যান রমনি ও অন্যদের সিট বেল্ট বেঁধে নিতে বলেন। তারা তাই করেন।

অতঃপর বিমানটি নেমে আসে ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গতকাল ডা. র‌্যান্ডাল ডি. গাজের দেয়া মিট রমনির স্বাস্থ্যগত অবস্থার বর্ণনার মূল কপিটি হুবহু ছেপে দেয় লন্ডনের অনলাইন ডেইলি মেইল। তাতে বলা হয়, মিট রমনির পারিবারিক ইতিহাস আছে মূত্রথলির ক্যান্সার ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ইতিহাস। ফলে এ সমস্যা তারও থাকতে পারে। এরই মধ্যে ধরা পড়েছে যে, তার মূত্রথলি বড়।

পেনিসিলিন ব্যবহার করলে তার এলার্জি বাড়ে। রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রিত রাখতে নিয়মিত তিনি লিপিড ট্যাবলেট সেবন করেন। তবে তার মধ্যে কখনও এইচআইভি ধরা পড়েনি। কখনও ক্যান্সার বা ইপিলেপ্সি ধরা পড়েনি। তিনি অবৈধ মাদক সেবন করেননি।

গতকাল ডেইলি মেইল লিখেছে, রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়া মিট রমনির হোয়াইট হাউজে প্রবেশের ক্ষেত্রে ওই স্বাস্থ্যগত রিপোর্ট প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তার সামনে থেকে একটি বড় বাধা দূর হলো। তাকে প্রেসিডেন্ট পদে স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। মিট রমনি (৬৫) ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর। তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত প্রার্থী পল রায়ান (৪২) উইসকনসিনের কংগ্রেসম্যান। দু’জনেই তাদের চিকিৎসকের মাধ্যমে জানান দিয়েছেন তারা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনে শারীরিকভাবে সক্ষম।

ডা. র‌্যান্ডাল ডি. গাজ প্রশংসা করে বলেছেন, মিট রমনির জীবনধারা উন্নত। তিনি আঁশযুক্ত খাবার খেয়ে থাকেন। মদ ও এলকোহলযুক্ত বেভারেজ পান করেন না একেবারেই। ধূমপান করেন না। তিনি রমনিকে সতর্ক করেছেন তা হলো- তার পরিবারে হার্টের সমস্যায় ভোগার ও মূত্রথলির ক্যান্সারে ভোগার ইতিহাস আছে।

তবে রমনি নিয়মিত এ জন্য চেকআপ করান। তার মধ্যে এমন কোন উপসর্গ পাওয়া যায়নি, যা তাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে অক্ষম করে তুলবে। ওদিকে ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী পল রায়ানকেও তার চিকিৎসক ব্রায়ান পি. মোনাহান বলেছেন, তিনি সার্বিকভাবে চমৎকার সুস্থ আছেন। তার পরিবারেও বড় ধরনের হার্ট অ্যাটাকের ইতিহাস আছে। তিনি ধূমপান করেন না।

তবে এলকোহল জাতীয় পানীয় পান করেন অনিয়মিত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।