আমাদের কথা খুঁজে নিন

   

তাম্বুলরসে ক্যান্সার রোধ!

আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে। আমি আগন্তুক,আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ্য অক্ষর, বল্‌ দুঃসাহসী কে কে মৃত্যু পণ রেখে দিবি তার দুরূহ উত্তর। পান খানেওয়ালাদের জন্য সুসংবাদ এনেছে ভারতের ‍একদল গবেষক।

তাদের দাবি পানপাতা চিবোলে এক ধরনের বোন ম্যারো ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ মজবুত হয়। কলকাতা ও মুম্বাইকেন্দ্রিক বিজ্ঞানীদল তাদের গবেষণা সূত্রে জানিয়েছেন, এক ধরনের ক্যানসারে বোনম্যারো মাত্রাতিরিক্ত স্বেত রক্ত কণিকা তৈরি করে। এর ফলে শরীরে সাধারণ ঔষধে কোনো ক্রিয়া করে না। পানপাতার এক ধরণের উপাদান ওই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করে। ভারতীয় অঞ্চলে প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ক্যানসার আক্রান্তরা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া (CML) রোগী।

গবেষকদের মতে, সিএমএল রোগীরা তাম্বুল রসের বরে এবার ক্যান্সারের বিরুদ্ধে নয়া আশার আলো দেখতে পারেন। ২০১১ সালে জার্নাল ফ্রন্টিয়ার্স ইন বায়েসাইন্স-এ প্রকাশিত একটি রিপোর্টের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালনা করে ইন্ডিয়ান ইন্সটিউট অফ কেমিক্যাল বায়োলজি (IICB). জাপান ক্যান্সার অ্যাসোসিয়েশনের সাময়িকী ক্যান্সার সাইন্স জার্নালের চলতি সংখ্যায় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পান পাতায় থাকা মাদকজাতীয় উপাদানের মূল এইচসিএইচ নামের ওই বস্তুটি শুধু ক্যানসার আক্রান্ত সিএমএল কোষ ধ্বংসেই কাজ করে না, একই সঙ্গে তা ঔষধরোধী ক্যান্সার সেল হত্যা করতেও সক্ষম। এতে পার্শ্বপ্রতিক্রিয়াও খুব সামন্যই হয়। প্রসঙ্গত, চুন-সুপুরি-জর্দাসহ নানা মসলায় সাজানো মুখভর্তি পানের মনভুলোনো রসাস্বাদন বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, চীন, তাইওয়ান, ওয়েস্ট ইন্ডিজ ও আফ্রিকার অনেক অঞ্চলের মানুষের মাঝে অতিপ্রিয় একটি বিষয়। কে জানে, এই পান চিবুনোর অভ্যাসের কারণে দুনিয়ার কত হাজার কোটি পানরসিক সিএমএল ধরনের ক্যান্সারসহ কত ধরনের রোগ-বালাই থেকে অজান্তেই রক্ষা পেয়ে যাচ্ছেন! - সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.