আমাদের কথা খুঁজে নিন

   

একজন মেজর একজন লেফটেনেন্ট এর সিনিয়র! কিন্তু মেজর জেনারেল লেফটেনেন্ট জেনারেল এর জুনিয়ার ক্যানো?

Speak no evil, hear no evil, see no evil.

আমরা সবাই জানি যে একজন মেজর একজন লেফটেনেন্ট এর চেয়ে অনেক সিনিয়র একজন অফিসার। সুতরাং আমাদের প্রশ্ন জাগা স্বাভাবিক যে একজন মেজর জেনারেল লেফটেনেন্ট জেনারেল এর জুনিয়ার কেনো। না? অনেক আগে ব্রিটীশ আর্মি তে সবচে' সিনিয়র পদবীর অফিসার ছিলেন একজন জেনারেল। একটা ডিভিশন এর কমান্ডার ছিলেন তিনি। কিন্তু একজনের পক্ষে এত বড় একটা ডিভিশন দেখভাল সম্ভব ছিলো না।

তাই তার এসিসটেন্ট (ইংরেজীতে Lieutenant মানে এসিসটেন্ট) হিসাবে লেফটেনেন্ট জেনারেল পদবীর অফিসার ছিলেন কয়জন। আবার সৈনিকদের দেখভাল এর জন্য সিনিয়র একজন অফিসার ছিলেন যাকে বলে হোতো সার্জেন্ট মেজর জেনারেল (শুধু সার্জেন্ট মেজর নয় কিন্তু)। যেহেতু নামের ক্ষেত্রে সার্জেন্ট মেজর পদটি একজন লেফটেনেন্ট এর জুনিয়র সেহেতু সার্জেন্ট মেজর জেনারেল ছিলেন লেফটেনেন্ট জেনারেল এর নীচের একজন অফিসার। পরবর্তী তে সার্জেন্ট মেজর জেনারেল পদ থেকে সার্জেন্ট কথাটা উঠে শুধু মাত্র মেজর জেনারেল পদটা রয়ে গেছে। এ জন্যই একজন মেজর জেনারেল লেফটেনেন্ট জেনারেল এর জুনিয়ার অফিসার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.