আমাদের কথা খুঁজে নিন

   

সমাবেশ করে ঢাকা ছাড়ুন, হেফাজতকে আশরাফ

কোনো ধরনের বিশৃঙ্খলা সরকার বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ হেফাজতের উদ্দেশে বলেন, সরকারের উদারতাকে দুর্বলতা ভাববেন না।
“এবার ঢাকায় আসতে দিয়েছি, ভবিষ্যতে ঢাকায় আসতেও দেবো না, ঘর থেকে বের হতে দেবো না।”
স্থানীয় সরকার মন্ত্রী আশরাফের এই সংবাদ সম্মেলনের সময়ই ঢাকা অবরোধ কর্মসূচি পালনের পর মতিঝিলে হেফাজতের সমাবেশ চলছিলো।
সমাবেশে যোগ দেয়া হেফাজতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। হেফাজতকর্মীরা আগুন দিয়েছে পল্টনে সিপিবি ভবনের নিচতলায় বহু দোকানে।
সমাবেশ শেষ করে সন্ধ্যার মধ্যে ঢাকা ছাড়তে হেফাজতের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আশরাফ বলেন, তা না হলে যা যা করা দরকার সরকার তার সবই করবে।
হেফাজতকে ‘একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা’ আখ্যায়িত করে আশরাফ বলেন, ‘আমাদের দুর্বল ভাববেন না। আপনাদের শায়েস্তা করতে আ. লীগই যথেষ্ট।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.