আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলফোন ব্যান্ডউইথের দাম বাড়াবে বিটিআরসি

সত্যই সুন্দর, সুন্দরই সত্য- জন কীট্স কি শিরোনাম দেখে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ার কিছু নেই। অবশেষে মোবাইল পোনে ব্যন্ডউথের দাম বাড়ানোর যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাইতেছে সরদার-এ-সেলপোন অপারেটর, বিটিআরসি দ্যা ভারতীয় টেলিকম রিভাইবাল কমিশন। গত ১ যুগেরও বেশী সময় ধরে পাব্লিকের পশ্চাৎদ্দেশে মোবাইল পোন ইন্টারনেটের মাধ্যমে বাঁশ দিয়া আসা অভিজ্ঞ বাঁশ কারিগর বিটিআরসি তাহাদের পালিত পঙ্গপাল সেলপোন অপারেটরদিগের ইন্টারনেট পরিসেবার দাম বাড়াইবার নীতিগত সিদ্ধান্ত নিয়াছে। ‘গ্রাহক কে আরো সহজে পোন দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত’- জানাইয়াছেন ভারতীয় টেলিকম রেগুলেটরি কমিশনের চুদিরম্যান শ্রী সুনীল কান্তি ঘুস। এক পুর্বনির্ধারিত সংবাঁশ সম্মেলনে চুদিরম্যান শ্রী সুনীল কান্তি ঘুস কহেণ, গত ১ যুগ ধরে আমরা এই দেশে পাব্লিকের পশ্চাদ্দেশে সেল পোন অপারেটরদিগ দিয়া বাঁশ দিয়া আসিতেছি।

আমরা যখন এই দেশে পাব্লিকরে বাঁশ দিতে শুরু করিয়াছিলাম, আপনারা জানেন তখন দেশে বাঁশ খাওয়ার মতো লোক ছিলো হাতে গোনা কয়েকজন। হাতে গোনা কয়েকজন পোন গ্রাহককে বাঁশ দিয়া আমরা আমাদের যাত্রা শুরু করিতে পারিয়াছিলাম কারণ তখন গ্রামীণপোনের স্বপ্নদ্রষ্টা ফাদার ড. ইউনূস টেকাট্যুকা ছাড়াই গ্রামীণপোনের লাইসেন্স ম্যানেজ করিয়া দিয়াছিলেন। আর আমরা দিয়াছিলাম প্রতি মেগাবাইট পোন ইন্টারনেটের সাথে গ্রাহককে ২৫ টেকার পোন হিসাবে প্রতি গিটাবাইটে ২৫,৬০০ টেকা পুন দিবার অবাধ সুযোগ। সেই মুতাবেক গত প্রায় এক দশক ধরিয়া গ্রামীণপোনের সাথে আরও কয়েকটি পোন অপারেটর পাব্লিককে তাহাদের সাধ্যমত মোবাইল পোন ইন্টারনেটে দিয়া আসিতেছে। কিন্তু এখন আর আগের রেটে মোবাইল ইন্টারনেটের পোন দেওয়া সম্ভব হইতেছে না।

কারণ ব্যাখ্যা করিয়া চুদিরম্যান সুনীল কান্তি ঘুস বলিয়াছেন, “গত এক দশকে মোবাইল পোন ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দুই লক্ষ হইতে বাড়িয়া দুই কুটি ছাড়াইয়াছে। বুঝিতেই পারিতেছেন, মোবাইল পোন ইন্টারনেটের চাঁহিদা বাড়িয়াছে। চাহিদা বাড়িলে, দামও বাড়িবে- ইহাই স্বাভবিক। ” এই প্রসঙ্গে গ্রামীনপোন CEO- দ্যা চুদিয়া নির্বাহী অফিসার প্রতিক্রিয়া জানাইয়া বলিয়াছেন, “ ‘চাহিদা বাড়িলে দাম বাড়িবে’- ইহাই পোননীতির বৈশিষ্ট্য। গ্রামীণপোন সেই যে ২০০০ সালে প্রতি মেগাবাইট ব্যন্ডউইথ ১ পয়সায় কিনিয়া তাহার মাত্র আড়াই হাজার গুণ দাম ২৫ টেকায় বিক্রি করিতো, তাহা এক দশক পরে আসিয়া তাহার মাত্র ত্রিশগুণ কম দামে ব্যন্ডউইথ কিনিয়া সেই ২৫ টেকায়ই বিক্রি করিতেছে।

ইহাতে গ্রামীণপোনের বেপক লুকসান হইতেছে। ইহা ছাড়াও গ্রামীণপোনের মোবাইল পোন ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ২০০০ সালের কয়েক হাজার হইতে এখন কুটি হইয়াছে। এতো মোবাইল পোন ইন্টারনেট গ্রাহককে এতো কম দামে মোবাইল পোন ইন্টারনেট পরিষেবা দিতে গিয়া গ্রামীণপোন বেপক হিমসিম খাইতেছে। আমরা বহু আগে হইতেই বিটিআরসি চুদিরম্যানকে ব্যন্ডউইথের দাম বাড়াইবার জন্য বলিয়া আসিতেছিলাম, কিন্তু চুদিরম্যান এতোদিন কানে শুনে নাই। চুদিরম্যানের মোবাইল পোনে ইন্টারনেট পরিসেবার দাম বাড়াইবার এই সিদ্ধান্ত হইতে ইহাই প্রমাণিত হয়, আমি গ্রামীণপোনের চুদিয়া নির্বাহী অপিসার যেই দাবী করিয়াছি এতোকাল- তাহাই ছিল সঠিক।

ওইদিকে গ্রামীণপোন চুদিয়া নির্বাহী অফিসারের এই প্রতিক্রিয়ার সাথে একাত্মতা ঘুসণা করিয়াছেন এয়ারটেল, রবি, সিটিচেলসহ অন্যান্য সকল সেলপোন অপারেটরদিগের চুদিয়া নির্বাহী অপিসারগণ। তাহারা এক বার্তায় জানাইয়াছেন, “এতোদিন পর বিটিআরসি দ্যা ভারতীয় টেলিকম রিভাইবাল কমিশন মোবাইল পোন অপারেটরদিগের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। ” মূল লেখাটি প্রকাশিত হয়েছে এখানে । সাথে থাকুন! বিনোদনে থাকুন!! কৈফিয়ৎঃ এই পোস্টের ভাষা ও শব্দের ব্যবহার একান্তই ব্লগারের নিজস্ব। যাদের চুলকানি আছে, তারা নিজ দায়িত্বে এড়িয়ে যাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.