আমাদের কথা খুঁজে নিন

   

খুঁত-১ম পর্ব(সাইকো থ্রিলার)

http://www.facebook.com/reyad.parvez.3 পর্ব এক- ১.লোকটা আকাশের দিকে তাকাল.সন্ধ্যার গুড়ি গুড়ি বৃষ্টি পুরো পরিবেশটা বিষন্ন করে রেখেছে.শিকারের জন্য আদর্শ সময়. সন্ধ্যা ০৬.৪৫. সময় হয়েছে. লোকটা গাড়ী ঘুরিয়ে বাদামতলী হয়ে দেওয়ানহাট ব্রীজ এর নীচে আসলো. ওই তো মেয়েটা হেঁটে আসছে. আশেপাশে মানুষজন নেই বল্লেই চলে. মৃদ্যু হেসে লোকটা গাড়ির কাঁচ নামালো. ২.নিলু হাঁটছে. দুরে একটা গাড়ি দেখা যাচ্ছে. ওই লোকটার গাড়ি নাতো? নিলু আশা করল যেন ওই লোকটাই হয়. লোকটার সাথে হঠাত্‍ই পরিচয়. কয়েকদিন লিফটও দিয়েছে. হ্যাঁ ওই লোকটাই. ভালই হয়েছে. আজও গাড়ি ভাড়া বাঁচবে. টিউশনের টাকা আর গাড়িভাড়া ম্যাচ করতে বেশ কষ্ট হয়. গাড়িতে ওঠার ঠিক আগে একটা কালো বিড়াল রাস্তার এমাথা থেকে ওমাথায় দৌড়ে গেল. নিলু কুসংস্কারে বিশ্বাসী নয়. লোকটার হাসি দেখে নিজেও হাসল. নিলু গাড়িতে উঠে পড়ল. ৩.নিলুর ঘুম ভাঙ্গলো একটা রুমে. কম পাওয়ারের বাল্বে অন্ধকার অন্ধকার রুম. .লোকটা দুরে বসে আছে.নিলুর হাত পা চেয়ারের সাথে বাঁধা. লোকটা হাসল. অপ্রকৃতস্হের মত হাসি.হাতে একটা ছুরি. নিলু প্রাণপনে চিত্‍কার দিলো. নিলুর চিত্‍কার সুর্বনা এক্সপ্রেসের হুইসেলের মাঝে হারিয়ে গেল. (চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।